Shah Rukh Khan`s real name : শাহরুখ খান (Shah Rukh Khan), গোটা বিশ্বকে তার পরিচয় বোঝাতে এই নামটাই যথেষ্ট। বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির এই সুপারস্টার সিনেপ্রেমীদের বেশিরভাগেরই ভীষণ প্রিয়। কিন্তু তার ব্যক্তিগত জীবনের টপ সিক্রেট সম্পর্কে কজনই বা জানেন? এমন অন্তত পঞ্চাশটিরও বেশি চমকে দেওয়ার মত তথ্য রয়েছে শাহরুখের জীবন সম্পর্কিত যেগুলো তার ভক্তরা জানেনই না। চলুন আজ তবে জেনে নেওয়া যাক শাহরুখ খান সম্পর্কিত অজানা কিছু তথ্য (Shah Rukh Khan`s unknown facts)।
Shah Rukh Khan`s real name
১. প্রথমেই আসা যাক শাহরুখের নাম প্রসঙ্গে। ‘শাহরুখ’ কিং খানের আসল নাম নয় এটা জানতেন? আসলে তার প্রকৃত নাম হল আব্দুল রশিদ খান (Abdul Rashid Khan)। এই নামটি তাকে দিয়েছিলেন তার দিদিমা। জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি তার দিদিমার কাছেই মানুষ হয়েছিলেন। তখন তার এই নামটাই রাখা হয়েছিল। পরে যখন তিনি তার বাবা-মার কাছে ফিরে যান তখন তারা তার নাম বদলে শাহরুখ রাখেন।
২. শাহরুখ খানের বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তার নাম ছিল তাজ মুহম্মদ খান। দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে গিয়ে তাকে জেল খাটতেও হয়েছিল। পরে তিনি মৌলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোটে দাঁড়ান। শাহরুখের বয়স যখন মাত্র ১৫ বছর তখন তার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।
Shah Rukh Khan`s Educational Qualification
৩.শাহরুখ সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেছেন। খেলাধুলায় তার ভীষণ আগ্রহ ছিল। অন্যান্য সাবজেক্টে ভাল ফলাফল করলেও ইংরেজিতে তিনি ছিলেন বেশ কাঁচা। পরবর্তী দিনে ইংরেজিতে কথা বলায় তিনি নিজেকে দক্ষ করে তোলেন। এখন তার ইংরেজি শুনলে কে বলবে উচ্চমাধ্যমিকে অন্যান্য বিষয়ের ৯০, ৮০ এর ঘরে নম্বর পাওয়া এই সুপারস্টার ইংরেজিতে পেয়েছিলেন মোটে ৫১ নম্বর?
৪. সুশান্ত সিং রাজপুতের ‘চান্দা মামা দূর কে’ বলিউডের প্রথম ছবি হিসেবে আমেরিকান স্পেস সেন্টার নাসাতে শ্যুট হওয়ার কথা চলছিল। তখনই জানা যায় শাহরুখ খানের ‘স্বদেশ’ ছবিটি ১৩ বছর আগেই মহাকাশ গবেষণা কেন্দ্রতে শ্যুট হয়েছিল। ৫. শাহরুখের অভিনয় যাত্রার শুরুটা কিন্তু হয়েছিল টেলিভিশন দিয়ে। ফৌজি, দিলদরিয়া, উম্মিদ, থেকে শুরু করে সার্কাস, টেলিভিশনের অসংখ্য প্রজেক্টে কাজ করেছেন তিনি।
আরো পড়ুন : শাহরুখের ন্যাড়া মাথার ট্যাটুতে কী লেখা আছে? ফাঁস হল এর অর্থ
৬. শাহরুখ খান এই পৃথিবীর সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের লিস্টে ৮ নম্বর জায়গায় রয়েছেন। ৭. শাহরুখের বাড়িতে তার স্ত্রী এবং সন্তানরা ছাড়া রয়েছেন দিদি লালারুখ খান। তিনি মানসিকভাবে অসুস্থ। ৮. কাজপাগল মানুষ শাহরুখ। তিনি দিনে মোটে চার থেকে পাঁচ ঘন্টা ঘুমিয়ে বাকি সময়টা পরিশ্রম করে যেতে পারেন। তার কথায়, ‘ঘুমোনো মানে জীবন নষ্ট করা’। এই কঠোর পরিশ্রমই তাকে করে তুলেছে বলিউডের এক নম্বর হিরো।
আরো পড়ুন : লজ্জা পাবে শাহরুখ-অমিতাভ, ইনস্টাগ্রাম থেকে কোন ভারতীয় সবথেকে বেশি আয় করেন জানেন?