বলিউডের সবথেকে ভয়ঙ্কর ৯ সিনেমা, যেগুলো ভুলেও একা দেখবেন না

Best Horror Movies : সম্প্রতি মুক্তি পেয়েছে ‘শয়তান’। অজয় দেবগন, আর মাধবন ও জ্যোতিকা অভিনীত এই সিনেমা দেখে শিউরে উঠেছেন দর্শকরা। শ্রেষ্ঠ বলিউড হরর জনারার সিনেমার তালিকাতে অনায়াসে জায়গা করে নিয়েছে এই সিনেমা। তবে এটা প্রথম নয়। এর আগেও বলিউডের এমন অনেক হরর ছবি দর্শকদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। এক নজরে দেখুন সেই তালিকা।

আত্মা (Aatma) : বিপাশা বাসু, নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘আত্মা’ ছবিটি বলিউডের শ্রেষ্ঠ হরর ঘরানার ছবিগুলোর মধ্যে অন্যতম। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। একটি ছোট্ট মেয়েকে মায়ের কাছ থেকে আলাদা করে নিতে চায় মৃত বাবার আত্মা। এরপর মা যেভাবে মেয়েকে দুষ্ট আত্মার কবল থেকে রক্ষা করে সেটাই এই সিনেমার গল্প।

1920

১৯২০ (1920) : ২০০৮ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। সিনেমার কাস্টিং এমন কিছু চমকদার ছিল না। তবে এর গল্প ও মুখ্য চরিত্রে আদা শর্মার অভিনয় দর্শকদের আসন ছেড়ে উঠতে দেয় না। দুর্বল চিত্তের মানুষদের জন্য নয় এই ছবি।

পরী (Pari) : অনুষ্কা শর্মা, পরমব্রত চ্যাটার্জী, ঋতাভরী চক্রবর্তী অভিনীত এই সিনেমাটি আর পাঁচটা সাধারণ হরর সিনেমার মত নয়। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি সিনেমা হলে তেমন ব্যবসা করতে না পারলেও দর্শকদের কাছে ভালই প্রশংসা পেয়েছে।

Tumbbad

তুম্বাদ (Tumbbad) : ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি কার্যত ভারতীয় হরর সিনেমার সংজ্ঞা বদলে দিয়েছে। দক্ষিণী এই সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি, সেরা মিউজিক সহ বেশ অনেকগুলি বিভাগে পুরস্কার জিতেছিল।

রাজ (Raaz) : বিপাশা বাসু তার কেরিয়ারে অনেকগুলো হরর ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম ছিল রাজ। এই সিনেমাটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল। বলিউডের ক্লাসিক হরর সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য এই ছবি।

Haunted Hills

হন্টেড হিলস (Haunted Hills) : এই ছবিটি ২০২০ সালে মুক্তি পায়। ডায়না খান, সুরেন্দ্র পাল সিং এবং গাভি চাহালি অভিনীত এই সিনেমাটা একা খুব কম মানুষই দেখতে পারবেন।

ভুত (Bhoot) : ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অনেক ভয়ংকর দৃশ্য ছিল। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উর্মিলা মাতন্ডকর।

আরও পড়ুন : ২০২৪ কাঁপাবে এই ৫ হলিউড সিনেমা! কবে কোনটা মুক্তি পাবে দেখে নিন

Horror Story

হরর স্টোরি (Horror Story) : করণ কুন্দ্রার হরর স্টোরিও রয়েছে এই তালিকাতে। ছবিতে এমন অনেক ভীতিকর দৃশ্য রয়েছে যা গায়ের রোম খাড়া করে দেয়।

আরও পড়ুন : ২০২৪-এ মুক্তি পাচ্ছে এই ১১টি সিনেমা, দেখুন মুক্তির তারিখ ও দিনক্ষণ

শয়তান (Shaitaan) : এই তালিকার নবতম সংযোজন ‘শয়তান’। সিনেমাটি আদতে ব্ল্যাক ম্যাজিক, বশীকরণের উপর নির্ভর করে বানানো হয়েছে। এটি আসলে গুজরাটি সিনেমা ‘বশ’ এর হিন্দি রিমেক। ৮ ই মার্চ ছবিটি মুক্তি পেয়েছে। সিনেমার গল্প এবং কলাকুশলীদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।