অল্প বয়সে হৃদরোগের শিকার এই ৫ বলিউড তারকা, ঘটেছে মর্মান্তিক পরিণতি

কম বয়সে হৃদরোগের শিকার হয়েছেন এই ৫ বলিউড তারকা

বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের শারীরিকভাবে ফিট থাকা বাধ্যতামূলক। এর বেনিয়ম হলে আবার মৃত্যুর মুখেও পড়তে হয় তাদের। সম্প্রতি অভিনেতা শ্রেয়াস তালপেড়ের (Shreyas Talpade) হার্ট অ্যাটাকের (Heart Attack) খবর ঘিরে উদ্বিগ্ন হয় ইন্ডাস্ট্রি। তবে শ্রেয়াস শুধু একা নয়, এর আগে বলিউডে ৫ তারকাও এর শিকার হয়েছিলেন। যার ফলে মর্মান্তিক মৃত্যুও হয়েছে কোনও কোন‌ও তারকার। দেখুন সেই তালিকা।

সুস্মিতা সেন (Sushmita Sen) : এই বছরের মার্চ মাসে হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন সুস্মিতা। তখন তার বয়স মাত্র ৪৭ বছর। এরপর তাকে অ্যানজিওপ্লাস্টি করানো হয়। সুস্মিতার অসুস্থতার খবরে বেশ উদ্বিগ্ন হয়েছিলেন ভক্তরা। এখন অবশ্য সুস্থ রয়েছেন অভিনেত্রী।

SAIF ALI KHAN

সেইফ আলি খান (Saif Ali Khan) : ২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সেইফ আলি খান। তখন তার বয়স ছিল ৩৬ বছর। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছিল তার। তবে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন সেইফ।

রেমো ডিসুজা (Remo D’Souza) : বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার রেমোও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ২০২০ সালে। তখন তার বয়স ছিল ৪৬ বছর। রেমোর অসুস্থতার খবর পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন সকলেই।

Sunil Grover

সুনীল গ্রোভার (Sunil Grover) : কমেডি নাইট উইথ কপিলের জনপ্রিয় কমেডিয়ান সুনীল গ্রোভারও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ২০২২ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তার বয়স ছিল ৪৫ বছর।

সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) : হার্ট অ্যাটাকের মর্মান্তিক পরিণতির শিকার হতে হয়েছিল টিভি অভিনেতা সিদ্ধার্থকে। মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগ কেড়ে নেয় তার জীবন। বিগ বস এবং অন্যান্য জনপ্রিয় হিন্দি সিরিয়ালখ্যাত সিদ্ধার্থের এমন মৃত্যু আজও মেনে নিতে পারেননি ভক্তরা।

আরও পড়ুন : বলিউডের সবথেকে ধনী ৯ তারকা দম্পতি, যাদের সম্পত্তির পরিমাণ ঘুরিয়ে দেবে মাথা

Shreyas Talpade

আরও পড়ুন : বিবাহিত জীবনে ব্যর্থ, স্বামীকে ডিভোর্স দিয়ে সাফল্য পেয়েছেন এই ৯ অভিনেত্রী

শ্রেয়াস তালপেড়ে (Shreyas Talpade) : গত বৃহস্পতিবার সকাল থেকেই শারীরিক অসুস্থতা বোধ করছিলেন শ্রেয়াস। তবুও তার মধ্যেই তিনি শুটিং করেছিলেন। একটা অ্যাকশন দৃশ্যের শুটিং করার পরই তার অবস্থার অবনতি হয়। যার ফলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ৪৭ বছর বয়সী এই অভিনেতা অবশ্য এখন সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে।