Most Acttractive Women 2024 : এই মুহূর্তে বিশ্বের সবথেকে সুন্দরী নারী কে বা কারা? এই প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়েছিল। এই সমীক্ষায় মূলত বিশ্বের একাধিক দেশের মানুষের পছন্দ এবং জনপ্রিয়তার মাপকাঠির উপর ভিত্তি করে ১০ সুন্দরীকে বেছে নেওয়া হয়েছে যারা নাকি এই বিশ্বের সবথেকে আকর্ষণীয় ১০ নারী। ভারতীয়দের মধ্যে কেউ কি আছেন এই তালিকায়? দেখুন সম্পূর্ণ তালিকা।
শাকিরা
Shakira : কলম্বিয়ার প্রখ্যাত গায়িকা, নৃত্যশিল্পী ও ব্যবসায়ী হলেন শাকিরা। তার গানের গুণমুগ্ধ যেমন বহু মানুষ তেমনই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। বিশ্বের সবথেকে আকর্ষণীয় মহিলাদের মধ্যে তিনি রয়েছেন প্রথম স্থানে।
মেগান ফক্স
Megan Fox : ইনি হলেন হলিউডের প্রখ্যাত একজন অভিনেত্রী। বিশ্বের মহিলা সেলিব্রিটিদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মেগান ফক্স এই তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছেন।
স্কারলেট জোহানসন
Scarlett Johansson : হলিউডের প্রখ্যাত এই নায়িকা তার সৌন্দর্যের পাশাপাশি স্টাইল স্টেটমেন্টের জন্য বিখ্যাত। লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স রয়েছে তার। তিনি এই তালিকাতে তৃতীয় স্থান পেয়েছেন।
কেট আপটন
Kate Upton : নীল নয়না এই সুন্দরী হলিউডের একজন প্রখ্যাত মডেল। তার রূপ-সৌন্দর্য পাগল করে নেট দুনিয়াকে। তিনি এই তালিকাতে চতুর্থ স্থান দখল করেছেন।
মার্গট রবি
Margot Robbie : এই লিস্টে পঞ্চম স্থানে রয়েছেন মার্গট। তার হাসি মুগ্ধ করে নেটদুনিয়াকে। জনমতের বিচারে তিনিও বিশ্বের সেরা সুন্দরীদের মধ্যে একজন।
মিলা কুনিস
Mila Kunis : এই তালিকাতে ষষ্ঠ স্থানে রয়েছেন মিলা কুনিস। হলিউডের হট অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। তাই ভোটাভুটিতে তার নাম উঠে এসেছে সেরা দশের মধ্যে।
এমিলিয়া ক্লার্ক
Emilia Clarke : ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক জনপ্রিয়তার বিচারে বেশ এগিয়ে রয়েছেন। বিশ্বের শ্রেষ্ঠ আকর্ষণীয় মহিলাদের মধ্যে তিনি একজন। তার স্থান হয়েছে সপ্তমে।
গ্যাল গ্যাডট
Gal Gadot : অষ্টম স্থানে রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট। সৌন্দর্যের নিরিখে অনেককে পেছনে ফেলে দিয়েছেন তিনি।
আরও পড়ুন : বিয়ের আগেই সহবাস! এই বলিউড সুপারস্টাররা বিয়ের আগেই ভোগ করেছেন বিয়ের সুখ
এছাড়া এই তালিকাতে আরও অনেক সুন্দরীর নাম আছে। যেমন কিউবার অভিনেত্রী অ্যানা ডে আরমাস নবম স্থানে রয়েছেন। হলিউডের জনপ্রিয় নায়িকা আলেক্সান্দ্রা দাদ্দারি রয়েছেন দশম স্থানে। একাদশ স্থানে রয়েছেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক। ক্রিশ্চিনা হেন্ড্রিক্স রয়েছেন দ্বাদশ স্থানে। একজন ভারতীয় অভিনেত্রী এই তালিকাতে জায়গা পেয়েছেন। তিনি হলেন দীপিকা পাড়ুকোন। তবে প্রথম দশে ভারতীয়দের মধ্যে জায়গা পাননি কেউ।