নায়ক থেকে খলনায়ক হয়ে বক্সঅফিস কাঁপিয়েছেন এই ৭ অভিনেতা

শুধু নায়ক নয়, খলনায়ক হয়ে বক্সঅফিস কাঁপিয়েছেন এই ৭ অভিনেতা

বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা নায়ক এবং খলনায়ক উভয় ভূমিকাতেই দর্শকদের মনে দাগ কেটেছেন। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর সিং, ববি দেওল, যখনই নায়করা বাঁধা গত ছেড়ে ভয়ংকর ভিলেনের রুপে পর্দায় ধরা দিয়েছেন বক্স অফিসে উপচে পড়েছে টাকা। দেখুন সেই নায়কদের নাম।

ববি দেওল (Bobby Deol) : নায়ক হিসেবে যতটা না জনপ্রিয়তা পেয়েছেন, ২০২৩ সালে ‘অ্যানিম্যাল’ ছবিতে ভিলেন হয়ে ধরা দিতেই বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছেন ববি দেওল। একটাও কথা না বলে শুধু এক্সপ্রেশনের মাধ্যমে ‘আব্রার’ চরিত্রটিকে পর্দায় উপস্থাপন করা সহজ ছিল না। এই ছবি বিশ্বব্যাপী ৯১৭ কোটি টাকা উপার্জন করেছে।

Sanjay Dutt

সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ‍: সঞ্জয় দত্তকে নায়ক এবং খলনায়ক দুই ভূমিকাতেই দেখা গিয়েছে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নিপথ’ সিনেমাতে ভয়ংকর ভিলেন হয়ে ধরা দেন সঞ্জয় দত্ত। এই ছবিটি ২৭৯ কোটি টাকার ব্যবসা করেছিল।

রণবীর সিং (Ranveer Singh) : ‘পদ্মাবত’ ছবিতে রণবীর সিং আলাউদ্দিন খিলজির ভূমিকাতে অভিনয় করেন। এই সিনেমাতে তার অভিনয় নায়ক শাহিদ কাপুরকেও ছাপিয়ে গিয়েছিল। তার চেহারা, অভিনয় থেকে নাচ সবই দর্শকদের মুগ্ধ করেছে। সিনেমাটি বিশ্বব্যাপী ৫৭১ কোটি টাকা আয় করে।

Nawazuddin Siddiqui

নওয়াজুদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui) : সালমান খানের ‘কিক’ সিনেমাতে খলনায়ক হিসেবে অভিনয় করে সাড়া ফেলে দেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত এই সিনেমাটি ৩৮৮ কোটি টাকা উপার্জন করেছিল।

জন আব্রাহাম (John Abraham) : নায়ক হিসেবে একাধিক সিনেমাতে অভিনয় করেছেন জন আব্রাহাম। তবে ২০২৩ সালে ‘পাঠান’ সিনেমাতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে ফের একবার চর্চায় আসেন তিনি। সিনেমাটি গোটা বিশ্বের মধ্যে ১০৫০ কোটি টাকা আয় করে।

Shah Rukh Khan

শাহরুখ খান (Shah Rukh Khan) : শাহরুখ খানকে সকলে রোমান্টিক হিরো হিসেবে দেখেন। তবে বাজিগর, ডর সিনেমাতে শাহরুখ প্রমাণ করেছেন তিনি কতটা ভয়ঙ্কর ভিলেন হয়ে উঠতে পারেন। শাহরুখের ‘ডর’ সিনেমাটি গোটা বিশ্বে ২১ কোটি টাকা উপার্জন করেছিল সেই সময়। বাজিগর ৩২ কোটি টাকা উপার্জন করে। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে হিসাব করলে এখনকার সময়ে এই দুটি ছবি ৫০০ থেকে ৬০০ কোটি টাকা উপার্জন করত।

আরও পড়ুন : ২০২৪ কাঁপাবে এই ৫ হলিউড সিনেমা! কবে কোনটা মুক্তি পাবে দেখে নিন

R. Madhavan

আরও পড়ুন :  ২০২৪-এ মুক্তি পাচ্ছে এই ১১টি সিনেমা, দেখুন মুক্তির তারিখ ও দিনক্ষণ

আর মাধবন (R. Madhavan) : চকলেট বয় ইমেইজ ছেড়ে একেবারে আলাদা রূপে ধরা দিয়েছেন আর মাধবন। আর তার জন্য তিনি বেছে নিয়েছেন ‘শয়তান’র মত ছবি। সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিকে নিয়ে চর্চা এখন সর্বস্তরে। দর্শকরা একইসঙ্গে ভীত এবং মুগ্ধ হয়েছেন আর মাধবনকে শয়তান রূপে দেখে।