একেই বলে ভাগ্য। মালা বেচতে এসেছিলেন কুম্ভ মেলায়, একটা মাত্র ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই ভাইরাল হয়ে ট্রেন্ডিং টপিকে পরিণত হয়েছেন মোনালিসা ভোঁসলে। রাজস্থানের প্রত্যন্ত একটি গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়েটিকে এ বছরের জানুয়ারি মাসের আগে পর্যন্ত চিনতো না কেউ। কিন্তু সোশ্যাল মিডিয়ার এমনই জোর, মোনালিসা এখন সেলিব্রিটি। আর সেলিব্রিটি হওয়ার পর যা হয় তাই হল। একেবারেই আপাদমস্তক বদলে গেলেন মোনালিসা।
কুম্ভ মেলার মোনালিসার নতুন লুক
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি মোনালিসা তার বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। ভাইরাল হওয়ার পর কপাল খুলেছে তার। এরই মধ্যে পেয়েছেন ছবির প্রস্তাব। হাতে আসছে একটার পর একটা ব্র্যান্ডের প্রোমোশনের সুযোগ। সেরকম একটি ব্র্যান্ডের প্রচারে বেঙ্গালুরুতে গিয়েছিলেন মোনালিসা। সেই মঞ্চ থেকেই মোনালিসার নতুন লুক ধরা পড়েছে। মোনালিসার এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে।
সিনেমায় পা রাখবেন মোনালিসা
এখন মোনালিসার বয়স মাত্র ১৬ বছর। তার পরিবার ইন্দোরের একটি গ্রামে থাকে। মালা বিক্রি করেই তাদের সংসার চলে। পরিবারের যাতে একটু সুবিধা হয় তার জন্য এবারের কুম্ভ মেলায় মালা বিক্রি করার জন্য এসেছিলেন মোনালিসা। কিন্তু তার কাছ থেকে মালা কেনা মাথায় উঠেছিল সকলের। তার ধূসর চোখ, সুন্দর মুখশ্রী এসব দেখেই মুগ্ধ হয়ে বাড়ি ফিরছিলেন সকলে। সত্যিই মোনালিসার রূপের কাছে বলিউড নায়িকাদেরও ফেল মনে হবে। তার বলিউডে পা দেওয়াটা যে আসলে সময়ের অপেক্ষা, সকলে এটা ধরেই নিয়েছিলেন। আর এরই মধ্যে সিনেমার প্রস্তাবও পেয়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুন : ভারতীয়দের হয় না, মোনালিসার ‘অ্যাম্বার চোখে’র রহস্য কী? কাদের হয় এমন চোখ?
মোনালিসার নতুন কাজ
প্রথমে শোনা যাচ্ছিল অল্লু অর্জুনের সঙ্গে পুষ্পা ৩ সিনেমাতে নাকি দেখা যেতে পারে মোনালিসাকে। কিন্তু সেই জল্পনা আপাতত স্থগিত। এখন তার হাতে রয়েছে মণিপুর ডায়রিজের প্রস্তাব। বর্তমানে ক্যামেরার সামনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। শুটিংয়ের জন্য নিজেকে আপাদমস্তক বদলেও ফেলেছেন মোনালিসা। আগামী দিনে ক্যাটরিনা, দীপিকা, রশ্মিকাদের টেক্কা দিয়ে মোনালিসা কি পারবেন বলিউড কাঁপাতে? এর উত্তর সময়ই দেবে।
আরও পড়ুন : যৌনতার ঝড় তোলেন পর্দায়, এই ৮ ভোজপুরি অভিনেত্রীর পারিশ্রমিক শুনলে বলিউড সুন্দরীরাও লজ্জা পায়
View this post on Instagram