মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত মিঠুন চক্রবর্তী! কী এই রোগ? এর উপসর্গগুলো কী কী?

শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই খবর শুনেই কার্যত উদ্বেগ শুরু হয়ে যায় ভক্তদের মধ্যে। ডাক্তারি পরিভাষায় Ischemic Cerebrovascular Accident রোগে আক্রান্ত হয়েছেন মিঠুন। কী এই রোগ? কতটা প্রাণঘাতী? জানুন এই রোগ সম্পর্কে বিস্তারিত।

ঠিক কী হয়েছে মিঠুন চক্রবর্তীর?

মিঠুন চক্রবর্তী আসলে কী হয়েছে তা জানার জন্য সকাল থেকেই চরম কৌতুহল ছিল অনুরাগীদের মধ্যে। অবশেষে এল চিকিৎসকদের রিপোর্ট। মেডিকেল বুলেটিন প্রকাশ করে তারা জানাচ্ছেন মিঠুনের আসলে ব্রেন স্ট্রোকই হয়েছে। তবে সাধারণ মস্তিষ্কের রক্তক্ষরণজনিত স্ট্রোক এটি নয়।

Mithun Chakraborty

Ischemic Cerebrovascular Accident আসলে কী?

মিঠুন চক্রবর্তীর যে ধরনের স্ট্রোক হয়েছে তা মূলত দুই ধরনের হয়ে থাকে। প্রথম ক্ষেত্রে মস্তিষ্কের ভেতর রক্তক্ষরণ হয়। আর দ্বিতীয় ক্ষেত্রে মস্তিষ্কের ভেতর ব্লকেজ হয়ে থাকে। মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে মস্তিষ্কের ভেতর রক্তক্ষরণ হয়নি বলেই মনে করছেন চিকিৎসকরা। তাই ডাক্তারদের অনুমান মিঠুনের Ischemic Cerebrovascular Accident হয়েছে।

Transient Ischemic Attack কী?

তার MRI রিপোর্টের জন্য অপেক্ষা করছেন চিকিৎসকরা। কারণ একমাত্র এই রিপোর্ট থেকেই জানা যাবে মিঠুনের মস্তিষ্কের মধ্যে এই ব্লকেজ দীর্ঘদিন ধরে রয়েছে নাকি হঠাৎ করে হয়েছে। ডাক্তারি পরিভাষায় TIA বলেও একটি শব্দ রয়েছে। যার সম্পূর্ণ অর্থ Transient Ischemic Attack। যদি মিঠুনের এই রোগ হয়ে থাকে তাহলে তাকে অস্ত্রোপচার করাতে হবে না। কারণ কেবল ওষুধেই এই অসুখ সেরে যায়।

STROKE

TIA রোগের উপসর্গ

Transient Ischemic Attack রোগে হলে রোগীর কথা জড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। সেই সঙ্গে মুখের একটা অংশের বিকৃতি লক্ষ্য করা যায়। তবে এই অসুখ সারাতে অপারেশন করাতে হয় না। কেবল ফিজিওথেরাপি এবং ওষুধের উপর নির্ভর করলে রোগমুক্ত হন রোগী।

আরও পড়ুন : শ্রীদেবী-যোগিতা নন! মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী ছিলেন এই বলিউড নায়িকা

MITHUN CHAKRABORTY

আরও পড়ুন : ফুটপাথে রাত কাটাতেন, আজ কত টাকার মালিক মিঠুন চক্রবর্তী? শুনলে ঘুরে যাবে মাথা

মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন দেবশ্রী রায়

মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিউডের অন্দরেও শোরগোল পড়ে যায়। তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে যান মিঠুনের দীর্ঘদিনের সহ অভিনেত্রী দেবশ্রী রায়। তারপর বেরিয়ে এসে সংবাদমাধ্যমের কাছে দেবশ্রী বলেন, “ভাল আছেন মিঠুনদা, কথা বলছেন। চিন্তার কোনও কারণ নেই।” মিঠুন পুত্র মিমো জানিয়েছেন, “বাবা সুস্থ রয়েছেন। তাঁর রুটিন চেকআপ চলছে। সুগার লেভেল পরীক্ষা করানোর জন্যই বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে’’।