মারণ রোগে ভেঙেছে শরীর! কেমন আছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী?

মারণ রোগ বাসা বেঁধেছে শরীরে। এক ধাক্কায় কমেছে অনেকখানি ওজন।‌ ভেঙেছে শরীর, চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। এখন কেমন আছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী? বাংলা সিনেমা কথা সিরিয়ালের এই বর্ষিয়ান অভিনেত্রী দীর্ঘ বেশ কিছুদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। ঘুরে এসেছেন হাসপাতাল থেকেও। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। বহুদিন বাদে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আবার ছেলে ও বৌমার সঙ্গে দেখা গেল তাকে।

কেমন আছেন মিঠু চক্রবর্তী?

সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী তথা গৌরব, অর্জুন চক্রবর্তীর মা মিঠু নিজেও একজন দাপুটে অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই তিনি লড়াই করছেন ক্যান্সারের সঙ্গে। অসুস্থতার কারণে অভিনয় থেকেও বিরতি নিয়েছেন তিনি। শেষবার স্টার জলসার হরগৌরী পাইস হোটেল সিরিয়ালে অভিনয় করেছিলেন মিঠু। তারপর বেড়ে যায় তার অসুস্থতা। ভর্তি হন হাসপাতালে। তাকে নিয়ে চিন্তাতে ছিলেন ভক্তরা। সম্প্রতি তার স্বাস্থ্য নিয়ে নতুন আপডেট এল।

 Mithu Chakraborty

ছেলে গৌরবের জন্মদিনে প্রকাশ্যে এলেন মিঠু

সম্প্রতি গৌরবের জন্মদিনে ছেলে ও বৌমার সঙ্গে একই ফ্রেমে দেখা গেল মিঠু চক্রবর্তীকে। চুল একেবারে ছোট ছোট করে ছেঁটে ফেলেছেন তিনি। মুখে হাসি থাকলেও অসুস্থতার ছাপ চেহারায় সুস্পষ্ট হয়ে ধরা দিয়েছে। কেমোথেরাপি চলছে তাই। এতদিন তার যে ছবিগুলো শেয়ার করছিলেন ছেলে এবং বৌমারা সেখানে তার মাথায় ছিল টুপি। এই প্রথমবার টুপি খুলে তিনি প্রকাশ্যে এলেন। নেট নাগরিকরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

আরও পড়ুন : মামা-ভাগ্নির বিয়ে! বাস্তবে নিজের দিদির মেয়েকেই বিয়ে করেছেন সব্যসাচী চক্রবর্তী

আরও পড়ুন : ‘ও বড় পাল্টিবাজ, যন্তুর জিনিস একটা’! ‘ফেলুদা’ সব্যসাচীর চরিত্র ফাঁস করে দিলেন বিপ্লব চ্যাটার্জী

কী হয়েছে মিঠু চক্রবর্তীর?

মিঠু চক্রবর্তীর স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গত বছরের মাঝামাঝি সময়ে তার শরীরে এই রোগ ধরা পড়ে। সেই সময় থেকে তার কেমোথেরাপি শুরু হয়। তারপর তিনি অভিনয় থেকে বিরতি নেন অপারেশনের জন্য। তার রোগটা প্রথম দিকেই ধরা পড়েছিল। তাই রিস্ক কম। কেমোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্য রয়েছে তবে সেসব কাটিয়ে উঠবেন তিনি বিশ্বাস রেখেছেন নিজের উপর। এই সময়টা নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন তিনি। খাওয়া-দাওয়া, ঘোরাফেরা, নিজের পছন্দের কাজ যেমন সেলাই ইত্যাদিতে নিজেকে জড়িয়ে রেখেছেন। সুস্থ হয়ে আবার শীঘ্রই কাজের দুনিয়াতে ফিরবেন তিনি।