‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের দৌলতে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়ালের শিশুশিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)। যাকে সকলে শাক্য নামেই চেনেন। মিঠাই এবং সিদ্ধার্থের ছেলের ভূমিকাতে অভিনয় করছে এই খুদে। তবে অভিনয়ের পাশাপাশি গানেও সিদ্ধহস্ত সে। মাত্র পাঁচ বছর বয়সেই গানে সে এমন পারদর্শিতা অর্জন করেছে যে তাকে রাষ্ট্রীয় বাল পুরস্কার দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
মাত্র পাঁচ বছরের মধ্যে পাঁচটি ভাষায় গান শিখে ফেলেছিল ছোট্ট ধৃতিষ্মান। এতটুকু বয়সে তার মত এমন প্রতিভার নিদর্শন আর নেই এই দেশে। অভিনয় এবং পড়াশোনার পাশাপাশি গানটাকেও সমানতালে চালিয়ে যাচ্ছে সে। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই হিন্দি, বাংলায় অনেক গান সে এতদিন শুনিয়েছে। এবার মিঠাইয়ের জনপ্রিয় একটি গান শোনালো সে।
মিঠাই ধারাবাহিকের টাইটেল গান থেকে গোপালের উদ্দেশ্যে নিবেদন করা গান ভীষণ জনপ্রিয় দর্শকদের কাছে। গোপালের উদ্দেশ্যে নিবেদন করা সেই গানটাই শোনা গেল ছোট্ট শাক্যর গলাতে। গান শুনিয়ে আরও একবার সকলকে মুগ্ধ করে ফেলল সে। সোশ্যাল মিডিয়াতে তার গাওয়া গান ভাইরাল হতে সময় নেয় না। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
‘নয়নে নয়নে রাখি তোমাকে’, মিঠাইয়ের এই গানটি গেয়ে রেকর্ড করেছে সে। এর আগে সিদ্ধার্থ অর্থাৎ আদৃতের কন্ঠেও এই গানটি শোনা গিয়েছে। এবার মিঠাইয়ের খুদে অভিনেতার কন্ঠে এই গানটি শুনে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শ্রোতারা। সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে প্রশংসা। প্রচুর লাইক এবং শেয়ার হয়েছে এই ভিডিওটি।
এই কাহিনীতে মিঠাই প্রধানত তার গোপালকে উদ্দেশ্য করে গানটি গেয়ে থাকে। গোপালের পূজো দেওয়ার সময় প্রত্যেকবার ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে গানটি। ধৃতিষ্মানের কন্ঠে সেই গানটি এখন হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট সেকশনে প্রশংসার বন্যা বইছে। কেউ খুদে গায়কের মিষ্টি গলার প্রশংসা করছেন। কেউ তাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছেন।
মিঠাই ভক্তরাও এই গান শুনে খুবই খুশি। তারা মনে করছেন গোপাল ওকে দিয়ে গানটি গাইয়ে নিয়েছে। তারা চাইছেন সিরিয়ালের কোনও একটি এপিসোডে দেখানো হোক মিঠাই, সিদ্ধার্থ এবং শাক্য একসঙ্গে তিনজন মিলে গোপালের এই গানটি গাইছে।