সালমানের ‘তেরে নাম’ নায়িকা আজ কোথায়? সাফল্যের শিখরে থেকেও কোথায় হারিয়ে গেলেন ভূমিকা

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা খুবই কঠিন। এই ইন্ডাস্ট্রিতে তারকাদের ভিড়ে নতুনদের জায়গা করে নিতে অনেক কষ্ট করতে হয়। তবে এমন অনেকেই আছেন যারা ইন্ডাস্ট্রিতে প্রবেশের পর রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন কিন্তু তা ধরে রাখতে পারেননি। বলিউডের তারকা হওয়ার সুযোগ পেয়েও হারিয়েছেন এমনই একজন নায়িকা হলেন ভূমিকা চাওলা (Bhumika Chawla)।

ভূমিকা চাওলাকে সালমান খানের (Salman Khan) ‘তেরে নাম’ (Tere Nam) ছবিতে দেখেছেন দর্শকরা। সালমান খানের হাত ধরেই বলিউডে প্রবেশ করেছিলেন তিনি। প্রথম ছবি থেকেই দারুণ জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন। সালমানের সঙ্গে তার প্রথম ছবিটি বক্স অফিসের সুপারহিট হওয়ার পর তিনিও রাতারাতি তারকা বনে যান। কিন্তু তার এই সাফল্য, খ্যাতি দীর্ঘস্থায়ী হয়নি।

‘তেরে নাম’ মুক্তি পাওয়ার পর সকলেই ভেবেছিলেন ভূমিকা এরপর বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠতে পারবেন। কিন্তু তেমনটা হয়নি। প্রথম ছবির পর একে একে আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও ভূমিকা আর নজর কাড়তে পারেননি। ‘রান’, ‘সিলসিলা’, ‘দিল নে জো ভি কাহা’ ইত্যাদি বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করলেও নিজেকে প্রমাণ করতে পারেননি।

প্রথম ছবির পর ভূমিকার আর কোনও ছবি বক্স অফিসে একদমই চলেনি। তাই এরপর বলিউড ছেড়ে তিনি চলে যান দক্ষিণে। কারণ বলিউডে সকলে ধরে নিয়েছিলেন ভূমিকার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। তবে তিনি দক্ষিণে গিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছিলেন। তেলেগু, তামিল, মালায়ালাম ভাষাতে তিনি দাপিয়ে কাজ করে গিয়েছেন।

বলিউডে না হলেও দক্ষিণে্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন নামী নায়িকা হয়ে উঠতে পেরেছিলেন ভূমিকা। তার প্রথম দক্ষিণী ছবিটি সুপারহিট হয়। এরপর একে একে তিনি আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন এবং সবকটি তুমুল হিট হয়েছিল। তবে বলিউডে সকলে তাকে ‘তেরে নাম’ ছবির ‘নির্জারা’ চরিত্রের জন্য মনে রেখেছেন আজও।

ভূমিকা অভিনয়ের পাশাপাশি যোগ ব্যায়াম শিখতে শুরু করেন। তিনি তার যোগ শিক্ষক ভরত ঠাকুরের প্রেমে পড়েন এবং তারা দীর্ঘদিন প্রেম করেছেন। তারা অবশ্য তাদের এই সম্পর্ককে চার বছর আড়াল করেছিলেন। এরপর ২০০৭ সালে তারা বিয়ে করেন। বিয়ের সাত বছর পর তাদের প্রথম সন্তানের জন্ম হয়। ভূমিকা আজ স্বামী এবং সন্তান নিয়ে সুখে সংসার করছেন।