ধনশ্রী অতীত! কার সঙ্গে প্রেম করছেন যুযুবেন্দ্র চাহাল?

ধনশ্রী অতীত, প্রকাশ্যে এল যুযুবেন্দ্র চাহালের নতুন প্রেমিকার পরিচয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নতুন প্রেমিকাকে পাশে বসিয়ে খেলা দেখলেন এই ভারতীয় ক্রিকেটার। যার পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে না খেলেও চর্চায় রয়েছেন যুযুবেন্দ্র। কে তার নতুন প্রেমিকা? দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যে সুন্দরীকে পাশে বসিয়ে ভারত নিউজিল্যান্ডের ফাইনাল দেখলেন যুযুবেন্দ্র, তার দিক থেকে নজর সরছিল না নেট নাগরিকদের।

যুযুবেন্দ্র চাহালের নতুন প্রেমিকা কে?

যুযুবেন্দ্র চাহালের নতুন প্রেমিকার নাম মাহাভাস। তিনি একজন আরজে। গত ডিসেম্বর মাস থেকেই যুযুবেন্দ্রকে মাহাভাসের সঙ্গে দেখা যাচ্ছে। সেই থেকেই তাদের প্রেম নিয়ে চর্চা চলছে। আলীগড়ের মেয়ে মাহাভাস ইউটিউবার হিসেবে বিখ্যাত। ইউটিউবে প্রাঙ্ক ভিডিও বানিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। সেই সঙ্গে এফএম রেডিওতে আরজে হিসেবে কাজ করছেন তিনি। রেডিও জকি, কনটেন্ট ক্রিয়েটার, লেখিকা এবং চলচ্চিত্র প্রযোজক হিসেবে তার বেশ নাম ডাক রয়েছে।

 Yuzvendra Chahal And RJ Mahvash

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও মাহাভাস অনেকখানি এগিয়ে। তিনি আলীগড়ের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছিলেন। তারপর নয়া দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে গণযোগাযোগের স্নাতকোর ডিগ্রী নেন। ইউটিউবে নারী ক্ষমতায়নের জন্য তিনি যেসব প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করেন সেগুলোর জন্য তার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে অনেক বেশি এখন। এছাড়াও মাহাভাস Bold Or Bowled নামের একটি শো সঞ্চালনা করেছিলেন যেখানে বাদশা, রকুল প্রীত সিং, আদা শর্মার মত সেলিব্রেটিরা ছিলেন। সেই সঙ্গে তিনি দুটি বই লিখেছেন এবং অ্যামাজন মিনি টিভির প্লেগ্রাউন্ড সিজন ওয়ানের প্রযোজনা করেছিলেন।

আরও পড়ুন : বউকে ডিভোর্স দিতে গিয়ে ফতুর! ধনশ্রীকে কত টাকার খোরপোষ দিলেন যুজি চাহাল?

 

View this post on Instagram

 

A post shared by Mahvash (@rj.mahvash)

আরও পড়ুন : রাঙ্গামতি তীরন্দাজের রাঙামতি আসলে কে? রইল স্টার জলসার নায়িকার আসল পরিচয়

যদিও চাহালে সঙ্গে প্রেমের গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিয়েছেন মাহাভাস। তার দাবি তারা শুধুই বন্ধু। কিন্তু দুজনকে একসঙ্গে দেখে সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা ধরেই নিয়েছেন দুজনের মধ্যে কিছু তো একটা চলছেই। ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের মামলা এখনও ঝুলে, তারই মধ্যে নতুন প্রেমিকা বানিয়ে ফেললেন চাহাল? প্রশ্ন উঠছে নেট মাধ্যমে। কেউ বলছেন, “চাহালের বোলিং স্পিড ঘন্টায় ৮৫ কিলোমিটার আর ডিভোর্সের পর নতুন করে জীবন শুরু করার গতিবেগ ঘন্টায় ৮৫০ কিলোমিটার।” কেউ কেউ বলছেন চাহালের জায়গায় যদি আজ ধনশ্রী থাকতেন তাহলে তাকে নিশানা করে সোশ্যাল মিডিয়াতে ট্রোলের বন্যা বয়ে যেত।