শাহরুখ খানের বড় ছেলে তিনি। না, ছবি দুনিয়াতে ক্যামেরার সামনে তার ডেবিউ হয়নি এখনও। কিন্তু ছবি শিকারীদের কাছে তার চাহিদা তুঙ্গে। আরিয়ান খানের (Aryan Khan) প্রেমিকার পরিচয় জানতে উদগ্রীব গোটা দেশ। মাঝেমধ্যেই বিভিন্ন মডেল এবং অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়ায়। এবার যেমন শোনা যাচ্ছে এক বিদেশী মডেলের প্রেমে পড়েছেন আরিয়ান। খুল্লামখুল্লা তার সঙ্গেই চলছে ডেটিং।
কার সঙ্গে প্রেম করছে আরিয়ান খান?
রবিবার মুম্বাইতে একটি ইভেন্টের আয়োজন হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান খান এবং সুহানা খান। সেই সঙ্গে তাদের চর্চিত প্রেমিকা এবং প্রেমিকরাও উপস্থিত ছিলেন পার্টিতে। সুহানা খান এখন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সম্পর্কে আছেন। অন্যদিকে আরিয়ানের জীবনে রয়েছেন ব্রাজিলিয়ান মডেল লারিসা বনেসি (Larissa Bonesi)।
আরিয়ানের প্রেমিকা আসলে কে?
লারিসা আরিয়ানের পোশাক সংস্থার বিজ্ঞাপনে কাজ করতেন। একসঙ্গে কাজ করতে গিয়েই দুজনের আলাপ হয়। তারপর ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। লারিসা আরিয়ানের থেকে বয়সে ৭ বছরের বড়। তিনি ব্রাজিলের নাগরিক হলেও ভারতে কর্মসূত্রে রয়েছেন দীর্ঘদিন ধরে। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন।
লারিসা বনেসি আসলে কে?
লারিসা টাইগার শ্রফ, স্টেবিন বেন, সুরোজ পাঞ্চোলিদের সঙ্গে বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ২০১১ সালে তিনি রোহিত ধাওয়ানের ‘দেশি বয়েজ’ ছবিতে অক্ষয় কুমার এবং জন আব্রাহামের সঙ্গে একটি গানের দৃশ্যে অভিনয় করেন। ২০১৩ সালের সিনেমা ‘গো গোয়া গন’ তেও তিনি উপস্থিত ছিলেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ৫ লক্ষ ফলোয়ার্স আছে তার। তাদের মধ্যে আরিয়ান খান একজন।
আরও পড়ুন : পরিবারের সকলেই সুপারস্টার, তবে শাহরুখের পরিবারে কে কতদূর শিক্ষিত?
আরও পড়ুন : অবিকল বাবার জেরক্স কপি! বলিউডের এই ৫ তারকা সন্তান হুবহু বাবার মত দেখতে
আরিয়ানের বোন সুহানাও সোশ্যাল মিডিয়াতে ফলো করছেন লারিসা। যদিও শাহরুখ এবং গৌরী অবশ্য হবু বৌমাকে ফলো করেননি এখনও। কিন্তু শাহরুখ-গৌরীর সঙ্গে লারিসার ছবি রয়েছে তার প্রোফাইলে। এই ব্রাজিলিয়ান সুন্দরীই কি হবেন তাহলে কিং খানের পুত্রবধূ? উত্তর ক্রমশ প্রকাশ্য।