মহালয়ায় তর্পণের সময় থাকবে কতক্ষণ? কতক্ষণ থাকবে অমাবস্যা? রইল মহালয়ার নির্ঘন্ট

Mahalaya Amavasya 2023 : মহালয়া (Mahalaya)সকাল থেকেই বাঙ্গালীদের মনে শুরু হয়ে যায় পুজোর আনন্দ। মহালয়ার দিন থেকেই পিতৃপক্ষের অবসান ঘটে শুরু হয় মাতৃপক্ষ। আকাশে বাতাসে এখন শুধুই মায়ের আগমনের সুর। মহালয়ার ভোর থেকেই গঙ্গায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে ভিড় জমাবেন বাঙালিরা। চলুন দেখে নেওয়া যাক শনিবার অর্থাৎ আগামীকাল তর্পনের সময়সূচি কি?

যে কোন পুজো বা আচার অনুষ্ঠান করার জন্য একটি শুভ সময় বা সূচি মেনে চলতে হয় আমাদের যা বৈশাখ মাসের পঞ্জিকায় উল্লেখ করা থাকে। এই পঞ্জিকা মেনে যদি সঠিক সময়ে কাজ না করা হয় তাহলে সেই কাজের কোন গুরুত্ব থাকে না। পুজো হোক অথবা বিবাহ সবকিছুই একটি নির্দিষ্ট নিয়ম এবং সময় তিথি মেনে করতে হয়। তেমনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে করাত তর্পণও একটি আচার অনুষ্ঠান তাই সেটিও সঠিক নিয়ম মেনে করাই উচিত।

MAHALAYA 2023

আগামীকাল পিতৃ পক্ষের অবসানে পরলোকগত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন উত্তরাধিকারীরা। এখন বহু পরিবারের নারীদেরও তর্পণ করতে দেখা যায় গঙ্গায়। এই তর্পনের শুভ তিথি বা সময় কি এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজ অর্থাৎ শুক্রবার ১৩ই অক্টোবর, রাত ৯ টা ৫২ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা। অমাবস্যার তিথি থাকবে পরের দিন অর্থাৎ শনিবার মহালয়ার দিন রাত ১১:২৫ মিনিট পর্যন্ত। অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার ১৩ই অক্টোবর রাত ৯টা ২৬ মিনিটে অমাবস্যা শুরু হবে এবং শেষ হবে কাল মহালয়ার দিন অর্থাৎ শনিবার রাত ১০টা ৪৯ মিনিটে।

Durga Puja

মহালয়ার কুতুব মুহূর্ত শুরু হচ্ছে কাল অর্থাৎ শনিবার সকাল ১১টা ৯মিনিটে এবং শেষ হবে ১১ টা ৫৬ মিনিটে। রোহিনা মুহূর্ত থাকবে কাল অর্থাৎ শনিবার সকাল ১১:৫৬ থেকে ১২ টা ৪৩ মিনিট পর্যন্ত। অপরাহ্নকাল থাকবে কাল অর্থাৎ শনিবার বেলা ১২ টা ৪৩ থেকে বিকেল ৩ টে ৪ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন : আসছে মহালয়া ২০২৩, কোন চ্যানেলে এবার দুর্গা হবেন কে? ফাঁস হল বড় খবর 

MAHALAYA 2023

আরও পড়ুন : দুর্গা প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি লাগে কেন? রইল কারণসহ ব্যাখ্যা

পঞ্জিকা মতে, তর্পণ সংক্রান্ত সমস্ত রীতিনীতি পালন করার জন্য এই কুতুপ এবং রোহিনা মুহূর্তকে শুভ বলে মনে করা হয় তাই আপনি যদি আগামীকাল আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে চান তাহলে এই শুভ মুহূর্তের মধ্যেই গঙ্গায় উপস্থিত হয়ে যাবেন।