সকলের কাছে তিনি ‘চারুলতা’। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়ের (Satyajit Ray) প্রথম পছন্দ ছিলেন তিনি। তিনি হলেন মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। ১০ ই ফেব্রুয়ারি ৮২ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে মাধবীর জীবনের একটি অজানা ইতিহাস জানুন এই প্রতিবেদনের হাত ধরে।
একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন মাধবী ও সত্যজিৎ রায়
১৯৬৪ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ উপন্যাস অবলম্বনে ‘চারুলতা’ সিনেমায় কাজ করেছিলেন মাধবী। যদিও এর আগে ‘মহানগর’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেছিলেন তারা। ‘চারুলতা’ সিনেমায় কাজ করতে করতেই একে অপরের কাছাকাছি চলে আসেন সত্যজিৎ এবং মাধবী। যদিও পরবর্তীকালে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। ‘কাপুরুষ’ সিনেমার পর সত্যজিৎ রায়ের সঙ্গে আর কোনও সিনেমায় কাজ করেননি তিনি।
সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ কেন বন্ধ করে দেন মাধবী মুখোপাধ্যায়?
সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা তো দূরের কথা, পরিচালকের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি তিনি। পরে সংবাদ একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি সেই মানুষটাকে ভালবাসতাম। তিনিও যে আমায় ভালোবাসতেন এই বিষয় নিয়ে কোনও সন্দেহ ছিল না। কিন্তু আমাদের কারোর একে অন্যের প্রতি কোনও প্রত্যাশা ছিল না কখনোই। ওকে দখল করার মানসিকতা ছিল না আমার।”
কেন সত্যজিৎ রায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন মাধবী?
মাধবী জানিয়েছিলেন, “উনি বিবাহিত ছিলেন। একজন মহিলা হয়ে আর এক মহিলার ক্ষতি করতে চাইনি আমি। তবে একবার আত্মহত্যা করতে গিয়েছিলাম। একসঙ্গে ৬০ টা ঘুমের ওষুধ খেয়েছিলাম। হাসপাতালে চারদিন ছিলাম, তাও অজ্ঞান অবস্থায়। আমি যে মানুষটাকে ভালবাসতাম তার ক্ষতি কোনও দিন চাইনি। আমার সঙ্গে তার নাম যোগ করে যখন কালিমালিপ্ত করা হচ্ছিল আমার মনে হয়েছিল নিজেকে শেষ করে দেওয়া অনেক সহজ।”
মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে কী বলেছিলেন বিজয়া রায়?
প্রসঙ্গত, সত্যজিতের স্ত্রী বিজয়া রায় ‘আমাদের কথা’ গ্রন্থে কোনও অভিনেত্রীর নাম না উল্লেখ করেই বলেছিলেন, তার স্বামী সত্যজিৎ রায়ের সঙ্গে নায়িকার স্ট্যান্ডার্ড একেবারেই মেলে না। বিজয়া দেবী কোনও নাম না উল্লেখ করলেও এটি স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি মাধবী দেবীর কথাই বলতে চেয়েছিলেন। মাধবী দেবীর সঙ্গে স্বামীর প্রেমের গুঞ্জন যে তাকে কষ্ট দিয়েছিল, সে কথাও বলতে ভোলেননি তিনি।
আরও পড়ুন : কেমন আছেন ‘পথের পাঁচালী’র সেই ছোট্ট দুর্গা? এখন কোথায় কীভাবে কাটছে তার দিন?
আরও পড়ুন : ‘পথের পাঁচালী’র সেই ছোট্ট অপু আজ কোথায়, বয়সের ভারে জীর্ণ অভিনেতার কীভাবে কাটছে দিন
একদিকে বিজয়া রায় বলেছিলেন, তার আপত্তিতেই নাকি সত্যজিৎ রায় আর মাধবীর সঙ্গে কাজ করেননি। কিন্তু মাধবী বলেছিলেন, “‘অশনি সংকেত’ -এ আমায় ডাকা হয়েছিল, আমি যাইনি। ‘নায়ক’-এ না বলেছি। ‘ঘরে বাইরে’র সময় এক সাংবাদিককে দিয়ে ডাক পাঠিয়েছিলেন কিন্তু তখনও আমি যাইনি। আমি একবার না বললে সেটা কখনো হ্যাঁ হয়ে যায় না।”