সারা বিশ্বজুড়ে চুটিয়ে ব্যবসা করছে দক্ষিণের (South Indian Film) সুপার ধামাকা ছবিগুলো। এই ছবিগুলো সারা পৃথিবীতে এতটাই জনপ্রিয়তা পাচ্ছে যে সারা পৃথিবী জুড়ে কোটি কোটি টাকার ব্যবসা করছে ভারতীয় সিনেমা। ১০০০,২০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে ফেলা যেন দক্ষিণ ইন্ডাস্ট্রির বা হাতের খেলা! আজ এই প্রতিবেদনে জেনে নিন দক্ষিণের সেইসব সুপারহিট ধামাকাদার ছবির নাম যেগুলো রেকর্ড ব্যবসা করেছে বক্স অফিসে।
বাহুবলী ২ : দ্য কনক্লুশন (Bahubali 2 The Conclusion) : দক্ষিণের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় প্রথমেই আসবে বাহুবলীর নাম। কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল জানার জন্য যেন মুখিয়ে ছিল সারা বিশ্ব! ছবিটি সিনেমা হলে আসতেই বক্স অফিসে চড়চড়িয়ে বাড়তে থাকে ব্যবসা। ছবিটি সারা বিশ্বে ১৮১০ কোটি টাকা উপার্জন করেছিল। ছবিটির হিন্দি সংস্করণ দেশজুড়ে ৫০০ কোটি টাকা তুলে ফেলে।
কেজিএফ চ্যাপটার ২ (KGF Chapter 2) : দক্ষিণী তারকা যশ অভিনীত ‘কেজিএফ’ এর প্রথম পার্ট বক্স অফিসে রীতিমতো শোরগোল তুলেছিল। সেই থেকে সহজেই ‘কেজিএফ ২’ এর লাভের অঙ্কের হিসাব কষে ফেলেছিলেন নির্মাতারা। ‘কেজিএফ চ্যাপটার ২’ মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে ক্রেজ ছিল লক্ষ্য করার মতো। এখনও পর্যন্ত এই ছবিটি সারা বিশ্বে ১,১৬৫ কোটি টাকা উপার্জন করতে পেরেছে। ছবিটি এখনও আরও বেশি আয় করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আর আর আর (RRR) : এস এস রাজামৌলির পরিচালনায় রামচরণ এবং জুনিয়র এনটিআরকে নিয়ে বানানো ছবি ‘আর আর আর’ রয়েছে এই তালিকার তৃতীয় স্থানে। এই ছবির হিন্দি সংস্করণ অনেক বেশি উপার্জন করেছে। ছবিটি সারা বিশ্বে ১,১২৭ কোটি টাকা উপার্জন করেছে।
২.০ (2.0) : অক্ষয় কুমার, রজনীকান্ত এবং ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার ছবি ২.০। তামিল ভাষার এই ছবি সারাবিশ্বে দারুণ আলোড়ন ফেলে দিয়েছিল। ছবি থেকে মোট ৮০০ কোটি টাকা উপার্জন হয়েছে।
বাহুবলী : দ্য বিগিনিং (Bahubali The Beginning) : রাজামৌলির বাহুবলী সিরিজের প্রথম ছবিটি এই তালিকাটিতে ৫ নম্বর স্থানে থাকবে। ছবিটি তার দ্বিতীয় সিক্যুয়েলের এক-তৃতীয়াংশ উপার্জন করেছে সারা বিশ্বে। এই ছবি থেকে ৬০০ কোটি টাকা উঠেছিল বক্স অফিসে।