৪৮ বছর বয়সী হৃত্বিক রোশন (Hrithik Roshan) সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার ‘এইট প্যাকস’ তুলে ধরেছেন। ফিটনেস নিয়ে বরাবরই নজর কেড়েছেন বিশ্বের অন্যতম সুদর্শন এই অভিনেতা। বয়স ৫০ ছুঁতে চলল, তবে হৃত্বিকের ফিটনেস দেখে কার্যত কমবয়সী অভিনেতারাও লজ্জা পান। তবে হৃত্বিকের ফিটনেস নিয়ে চর্চার ফাঁকে অভিনেতা নিজেই তুলে ধরলেন তার সাম্প্রতিক জীবনে ঘটে যাওয়া এক কালো অধ্যায়ের কথা।
খুব বেশি দিনের কথা নয়, আজ থেকে চার বছর আগে জীবনের সব শান্তি খুইয়ে ফেলেছিলেন তিনি। চরম অবসাদ ঘিরে ধরেছিল তাকে। যে কারণে ধীরে ধীরে তার শরীরও ভেঙ্গে যাচ্ছিল। হৃত্বিকের কথায় তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেই সময় অবসাদ তাকে ধীরে ধীরে গ্রাস করতে বসেছিল। বলতে গেলে একরকম মৃত্যুর ফাঁদ কেটে বেরিয়েছেন তিনি।
২০১৯ সালের অক্টোবর মাসে মুক্তি পেয়েছিল হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ ছবিটি। এই ছবির শুটিং যখন চলছিল তখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে অভিনেতাকে। মনের মধ্যে সবকিছু চেপে রেখে তিনি নিজেকে আবার নতুন করে গড়ে তুলেছিলেন। তবে ছবির শুটিং শেষ হওয়ার পর আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করেছিল তার জন্য।
অভিনেতা সম্প্রতি তার ফিটনেস ট্রেনারের সঙ্গে আলোচনা করতে গিয়ে জানান নিজের জীবনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর ডিপ্রেশন তাকে ঘিরে ধরে। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে হৃত্বিক বলেন, ‘আমি প্রায় মরতে বসেছিলাম যখন ওয়ার শ্য়ুট করছিলাম। আমি তৈরি ছিলাম না ওই ছবির জন্য। আমার সামনে কঠিন চ্যালেঞ্জ ছিল।”
হৃত্বিক বলেছেন, “আমি চেষ্টা করছিলাম নিঁখুত হওয়ার কিন্তু আমি তৈরি ছিলাম না। ছবি শেষ হতেই অ্যাড্রিনালিন ফ্যাটিগ আমাকে ঘিরে ধরল। তিন-চার মাস সময় ধরে আমি কোনও শরীরচর্চাই করতে পারিনি। অবসাদ প্রায় আমাকে গ্রাস করে নিয়েছিল। আমি শেষ হয়ে যেতে বসেছিলাম। সেইসময়ই মনে হল, না আমায় ঘুরে দাঁড়াতে হবে। তার পরেই আবারও পুরনো চর্চায় ফিরি আমি।’’
সেই সময় তিন মাস শরীর চর্চা করতে পারেননি অভিনেতা। কিন্তু একটা সময় পর তিনি নিজেকে সামলে নিয়েছিলেন। দীর্ঘ বেশ কয়েক বছরের বিরতির পর ‘বিক্রম বেদা’ ছবির হাত ধরে গত বছর আবার ক্যামেরার সামনে ফেরেন তিনি। কিন্তু তার এই ছবিটি ফ্লপ হয়ে যায়। খুব শিগগিরই দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে আবার দেখা যাবে তাকে। ছবিটি আগামী বছরে জানুয়ারি মাসে মুক্তি পাবে।