What Kriti Sanon Does For Her Ex Boyfriend Sushant Singh Rajput : দেখতে দেখতে বলিউডে দশ’বছর পার কৃতি শ্যানন (Kriti Sanon) -র। তার সদ্যমুক্তি পাওয়া ছবি ‘আদিপুরুষ’ নিয়েও কম জলঘোলা হয়নি। সে সব তিক্ততা পিছিয়ে ফেলে নতুন যাত্রা নায়িকার। প্রযোজক হিসেবে নিজের যাত্রা শুরু করলেন কৃতি। কিন্তু কৃতি শ্যাননের প্রযোজনা সংস্থার নাম ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’ (Blue Butterfly Films) এর সঙ্গে অনেকেই খুঁজে পাচ্ছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) -র স্মৃতি। জেনে নিন তার কারণ।
বোন নুপুর শ্যাননের সঙ্গে সিনেমা প্রযোজক হিসেবে নতুন জার্নি শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী কৃতি শ্যাননের। গতকাল ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’ নামের প্রযোজনা সংস্থার ঘোষণা দেন এই তারকা। এই ঘোষণায় বলিউড আরও এক কমবয়সী প্রযোজক পেল।
এদিন কৃতি শ্যানন তার এই প্রোজেক্ট সম্পর্কে ইন্সটাগ্রাম পোস্টে লিখেন, ‘এই ম্যাজিকাল ইন্ডাস্ট্রিতে দশ বছর ধরে আমি ও আমার স্বপ্ন বেঁচে আছে। আমি প্রতিনিয়ত ছোটো ছোটো পা ফেলেছি, শিখেছি, নিজেকে ভেঙ্গে আবার গড়ে আজকের অবস্থানে দাঁড়িয়ে আছি। আমি ফিল্ম মেকিং এর প্রতিটা দিককেই খুব ভালোবাসি। এখন সময় আরও কিছু করার, আরও কিছু শেখার, আরও কিছু হওয়ার এবং আরও কিছু গল্প বলার যা আমার এবং আপনাদের হৃদয় ছুঁয়ে যায়। আমি সুপার এক্সাইটেড যে অবশেষে অনেক বড় স্বপ্ন নিয়ে ব্লু বাটারফ্লাই ফিল্মস এর যাত্রা শুরু করলাম।’
আর এই পোস্টের পরই লাখো ভক্তের শুভকামনায় ভাসছেন কৃতি শ্যাননের উদ্দেশ্যে। আবার অনেক ভক্তরাই খুঁজছেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কৃতি শ্যাননের প্রযোজনা সংস্থার যোগসূত্র। তবে সত্যিই কি সুশান্ত স্মরণে কৃতির এই প্রযোজনা সংস্থা? উঠেছে এই প্রশ্ন।
সুশান্ত এবং কৃতির কাছাকাছি বয়স। সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন শুধু যে ভালো বন্ধু ছিলেন তা নয়, বেশ একটা সময় ধরে একে অপরের সঙ্গে ছিলেন প্রেমের সম্পর্কে এমন গুঞ্জনও শোনা যায়। একসঙ্গে অভিনয় করেছিলেন ‘রাবতা’ সিনেমায়। যদিও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। বরাবরই সুশান্তের প্রতি ভাল লাগার কথা রাখঢাক না করেই বলেছেন কৃতি।
এরপর ২০২০ সালের ১৪ জুন রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যুতে ভেঙ্গে পরেছিলেন কৃতি। ছুটে গিয়েছিলেন সুশান্তের শেষকৃত্য অনুষ্ঠানে। শোক ভুলে উঠে দাঁড়িয়েছেন। গুছিয়ে নিয়েছেন নিজেকে। অভিনয়ে নিজের দক্ষতা প্রকাশ করেছেন বহু আগেই। এবার নতুন কিছুর জন্য পা বাড়ালেন এই অভিনেত্রী।
আরও পড়ুন : বিয়ে না হলেও স্ত্রীর মর্যাদা পেয়েছিলেন, রাজেশ খান্নার জীবনের এই নারীকে চেনেন?
তবে প্রযোজনা সংস্থার নাম ব্লু বাটারফ্লাই রাখার পেছনে ভক্তরা যে কারণ অনুমান করেছেন তা হলো সুশান্ত সিং রাজপুত তার ইন্সটাগ্রাম পোস্টের শেষে ব্লু বাটারফ্লাই ইমোজি ব্যবহার করতেন। সুশান্ত সিং রাজপুত মনে করতেন ব্লু বাটারফ্লাই হলো যা ম্যাজিকাল, অনিবার্য, যাকে বিশ্বাস করা যায়।আর সেই ইমোজি থেকেই কৃতির এমন নামকরণ, অনুমান অনুরাগীদের।
আরও পড়ুন : শাশুড়ির সঙ্গে সম্পর্ক কেমন? রাখঢাক না করেই সত্যিটা জানালেন কাজল