রেলের চাকরি ছেড়ে এসেছিলেন টলিউডে, কীভাবে অভিনেতা হয়ে উঠলেন খরাজ মুখার্জী?

সরকারি চাকরি ছেড়ে বেছে নেন অভিনয়, কীভাবে টলিউড তারকা হয়ে উঠলেন খরাজ মুখার্জী?

Kharaj Mukherjee Career Journey : বাংলার জনপ্রিয় তথা পাওয়ারফুল অভিনেতাদের মধ্যে একজন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। বাংলাদেশের একাধিক ছবিতেও অভিনয় করেছেন মধ্য বয়স্ক এই অভিনেতা৷ বাংলার কমেডি কিং বললেও ভুল বলা হয়না তাকে। আবার যখন তিনি ভিলেন সাজেন তার অভিনয়ে গা জ্বালা করে দর্শকদের।আর আজ ৭  জুলাই, ৬০-এ পা দিলেন বর্ষীয়ান টলিউড (Tollywood) অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। এদিন জন্মদিনে দেওয়া সাক্ষাৎকারে নানান কথা খোলসা করেছেন খরাজ।

১৯৮০ সালে হুলস্থুল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন খরাজ মুখোপাধ্যায়। বিগত বত্রিশ বছরে তিনি পাতালঘর (Patal Ghar), বাই বাই ব্যাংকক (Bye Bye Bangkok), কাহানি (Kahaani), নেমসেক, এক্সিডেন্ট, মুক্তধারা, স্পেশাল ২৬, জাতিস্মরসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। আজকে খরাজ মুখোপাধ্যায়ের জন্মদিন।

Kharaj Mukherjee Career Journey

আর পরিবার কি তার জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করেন? এই প্রশ্নে অভিনেতা জানিয়েছেন, বাড়ির সকলে এই দিনটিতে তাকে কোনও কাজ না রাখার কথা বলেন, যদিও প্রত্যেকবার সেই দাবি মানা তার পক্ষ সম্ভব হয় না। আর তার সঙ্গে জন্মদিনে স্মৃতির পাতা উল্টে দেখেন খরাজ।

নিজের বিশেষ দিনে তার অভিনয় নিয়ে তার বাবার কি মতামত ছিলো তা নিয়ে মুখ খুললেন তিনি। এদিন বাবা প্রসঙ্গে খরাজ জানিয়েছেন, একসময় তার বাবা এক্কেবারেই চাননি, তার ছেলে অভিনয়কে পেশা করুক। কারণ, এটা ভীষণই অনিশ্চিত একটা পেশা।

Kharaj Mukherjee Career Journey

আবার অনেকেই হয়ত জানেন না, কেরিয়ারে শুরুর দিকে খরাজ মুখোপাধ্যায়ও একসময় রেলে চাকরি করতেন। সেসময় চাকরির ফাঁকেই টুকটাক অভিনয় করতেন তিনি। কিন্তু তাতে অফিসের ক্ষতি হত। আর তারপরেই একটি সরকারি আসন দখল করার অনুশোচনায় ভুগতেন তিনি।

চাকরি ছাড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।এমনকি তার এই মনের কথা অকপটে জানিয়েছিলেন স্ত্রী প্রতিভাকে। এক্ষেত্রে প্রতিভা মুখোপাধ্যায়ও স্বামীর পাশেই ছিলেন বলে জানিয়েছেন অভিনেতা। তবে কেরিয়ারে শুরুর দিকে বেশ রোগা ছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়।কিন্তু একবার মারাত্মক দুর্ঘটনার কবলে পরে  দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি। যেকারণে মোটা হয়ে যান।

Kharaj Mukherjee Career Journey

তবে অভিনয় ছাড়াও এই কাজের সুবাদেই বিভিন্ন শিল্পীর হয়ে ডাবিং করেন খরাজ। অবলীলায় অন্যের মিমিক্রি করতে পারেন তিনি। মিমিক্রি প্রসঙ্গে অভিনেতা বলেন, গান শেখার সময় যেমন সুর, তাল, সবকিছু খেয়াল রাখতে হয়, তার কাছে মিমিক্রি বিষয়টাও তাই। এমনকি মমতা শঙ্করের ছেলের বিয়ের অনুষ্ঠানে রঞ্জিৎ মল্লিকের সামনেই তার অনুরোধে তার স্বর নকল করেছিলেন।

Kharaj Mukherjee Career Journey

আরও পড়ুন : তিনটে বিয়ে, পাঁচটা প্রেমিক স্ত্রীর! এতদিনে বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

আবার খরাজ মুখোপাধ্যায় নাকি ভালো রান্নাও করেন। এমনকি খরাজ মুখোপাধ্যায় বাড়িতে থাকলে তিনি নিয়মিত রান্না করেন। বলেন, তার ছেলে তার হাতের মাংস, স্ত্রী মাছ, আর বউমা তার রান্না সবজি খেতে পছন্দ করেন। এছড়া বন্ধুরাও কখনও তার বানানো চচ্চড়ি, নুুডুলস খেতে পছন্দ করেন।

আরও পড়ুন : কেউ যায়নি স্কুল, কেউ মাধ্যমিকে ফেল! টলিউডের সবথেকে শিক্ষিত নায়িকা কে জানেন?