পরকীয়া, কুটকাচালী সিরিয়াল আর নয়, চিরতরে বাংলা সিরিয়াল ছেড়ে দিলেন কনীনিকা

বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) থেকেই একসময় জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জী (Koneenica Banerjee)। টলিউডেও এখন অবাধ বিচরণ তার। কিন্তু বাংলা সিরিয়ালে আর অভিনয় করতে চান না এই অভিনেত্রী। এক কথায় বলতে গেলে বাংলা সিরিয়ালের উপর তার প্রবল বিতৃষ্ণা জন্মে গিয়েছে। যে কারণে চরম এক সিদ্ধান্ত নিয়েই ফেললেন অভিনেত্রী।

কনীনিকাকে শেষবার স্টার জলসার ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori) সিরিয়ালে দেখেছিলেন দর্শকরা। এই সিরিয়ালটি প্রথম প্রথম বেশ প্রশংসা পেয়েছিল দর্শকদের। কিন্তু টিআরপি মোটেই উঠছিল না। এরপর টিআরপি উঠানোর সহজ পন্থা হিসেবে যেই না গল্পে ঢুকলো পরকীয়া অমনি শুরু হল ট্রোলিং‌। বাংলা সিরিয়ালের ভাল গল্প দর্শকদের প্রশংসা পেলেও টিআরপি পেল না।

Aay Tobe Sohochori Poster

এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিস্তর জল ঘোলা হয়েছিল সেই সময়। অভিনেত্রী নিজেও সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে গিয়ে বলেন দর্শকদেরই প্রথমে নিজেদের রুচি বদলাতে হবে। সিরিয়ালটা যেই আসল গল্পে ঢুকছে, সহচরীর কলেজ জীবন দেখানো হচ্ছে অমনি টিআরপি কমে যাচ্ছে। এদিকে পরকীয়া দেখালেই চড় চড় করে বাড়ছে টিআরপি। এতে প্রবল বিরক্ত ছিলেন অভিনেত্রী নিজেও।

ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন কনীনিকা। টলিউডের বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। কিছুদিন আগেই দেব এবং মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু দর্শকরা প্রতীক্ষা করছিলেন কবে আবার ছোট পর্দায় তার দেখা মিলবে। অবশেষে একটি সাক্ষাৎকারে মন খারাপ করে দেওয়ার মত কথা শোনালেন তিনি।

debina kuyasha aay tobe sohochori

কনীনিকা জানিয়েছেন সিরিয়াল করতে এসে তার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। যে কারণে তিনি আর সিরিয়ালে অভিনয় করবেন না। তিনি আরও বলেছেন ‘আয় তবে সহচরী’ই তার শেষ সিরিয়াল ছিল। ছোট পর্দাতে তার কাজের ইচ্ছেটাই নাকি মরে গিয়েছে। অভিনেত্রী খোলাখুলিই তার অভিযোগ জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে।

KONEENICA BANERJEE

কনীনিকার কথায়, প্রত্যেকটি ধারাবাহিক প্রথম ৫ মাস চিত্রনাট্য মেনে চলে। কিন্তু টিআরপি কমে গেলেই তখন গল্পের গরু গাছে ওঠে। এভাবে তিনি কাজ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে তিনি এও বলেছেন এরপর যদি তাকে সিরিয়ালে নিতে চান পরিচালক এবং প্রযোজকরা তাহলে তার শর্ত মানতে হবে। টানা ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করার মত শারীরিক পরিস্থিতিও তার নেই। শর্ত মানলে তিনি আবার ফিরবেন নয়ত তাকে আর কখনও ছোট পর্দায় দেখা যাবে না।