অভিনেত্রী হতে চাননি, ‘গাঁটছড়া’ পাল্টে দিয়েছে জীবন, শোলাঙ্কির জীবন কোনও রুপকথার থেকে কম নয়

বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy) বছরের পর বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। ‘ইচ্ছেনদী’ (Icche Nodee) সিরিয়াল থেকে শুরু হয়েছিল তার পথ চলা। এরপর দেখতে দেখতে আরও অনেক সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। তবে জানেন কি অভিনয় গুণে আজ এত জনপ্রিয়তা পেলেও একটা সময় কিন্তু শোলাঙ্কি অভিনয় করার কথা ভাবতেন না।

ইচ্ছেনদী, ফাগুন বউ, প্রথমা কাদম্বিনী থেকে শুরু করে গাঁট ছড়া (Gantchhora), বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক কাজ করেছেন শোলাঙ্কি। ‘ইচ্ছে নদী’র মেঘনা চরিত্রটির জন্য একসময় তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। আর বর্তমানে তাকে খড়ি নামে এক ডাকে সবাই চেনেন। বাংলা সিরিয়ালের পাশাপাশি টলিউডেও তার অবাধ বিচরণ।

khori gantchchora

গাঁটছড়ার খড়ি চরিত্রটির সঙ্গে নাকি বাস্তবেও শোলাঙ্কির বেশ মিল রয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন তিনি। ‘মিরচি পডকাস্ট চলো বসা যাক’-এ আরজে সৌমকের মুখোমুখি বসেছিলেন শোলাঙ্কি। সেখানে সৌমকের প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। শোলাঙ্কি জানিয়েছেন খড়ি চরিত্রটির সঙ্গে বাস্তবে তার ঠিক কতখানি মিল রয়েছে।

অভিনেত্রী বলেছেন খড়ির মতই তিনিও স্পষ্টবাদী। কিন্তু খড়ি যেমন সবসময়ই নিজের স্পষ্টবাদী চরিত্রটা ধরে রাখতে পারে তিনি তেমনটা পারেন না। অভিনেত্রী আরও বলেছেন খড়ি তার জীবনটাকে অনেকটা পাল্টে দিয়েছে। লকডাউনের সময় তার জীবন একঘেয়ে হয়ে গিয়েছিল। এই চরিত্রটা আসার পর তিনি অনেকখানি বাঁচতে শিখেছেন।

SOLANKI ROY

সোলাঙ্কি বলেছেন এই চরিত্রটা আসার পর এখন খড়ি হয়েই তিনি বাঁচেন। চরিত্রটা যেন তাকে নতুন জীবন দিয়েছে। যদিও তিনি কখনও নাকি অভিনেত্রী হতে চাননি। তিনি সাংবাদিক হতে চেয়েছিলেন। কিন্তু রূপকথার গল্পের মতই তার জীবনটা যেন পাল্টে গিয়েছে। তবে এখন অভিনেত্রী হয়ে অনেক সুখী শোলাঙ্কি। সে কথা জানাতে তিনি ভোলেননি।

solanki roy (2)

তিনি এও বলেছেন তার কাছে হঠাৎ করেই একদিন অভিনয়ের সুযোগ এসেছিল। তাই রাতারাতি তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। তার মধ্যে রয়েছে একটা বৈপ্লবিক সত্ত্বা। যে কাজে তাকে না বলা হয়, সেটাই করার জন্য তার জেদ চেপে যায়। পর্দায় খড়ি যেমনটা, তার অনেকখানি ছাপ বাস্তবের শোলাঙ্কির মধ্যেও রয়েছে।