টলিউডে স্বজনপোষণ নিয়ে অশান্তি, মুখ খুললেন কণীনিকা

স্বজনপোষণ (Nepotism) বিতর্কে ফের একবার উত্তাল হয়ে উঠল টলিউড (Tollywood) । শুধু বলিউডই নয়, নেপোটিজমের আঁচড় প্রায় সব ইন্ডাস্ট্রিতেই রয়েছে। তবে টলিউডের স্বজনপোষণ বিতর্কে প্রথম মুখ খুলেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তখন কেউ কেউ তাকে সমর্থন করেন, কেউ বা মুখে কুলুপ এঁটে থাকেন। সম্প্রতি আনন্দবাজারের কাছে স্বজনপোষণ এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কুটকাচালির বিরুদ্ধে মুখ খুললেন আরেক অভিনেত্রী কণীনিকা ব্যানার্জি (Koneenica Banerjee)। আর এতেই কার্যত দুই তারকা অভিনেত্রীর মধ্যে তুমুল সংঘাত বাঁধলো।

কণীনিকা আনন্দবাজারের কাছে তার সাক্ষাৎকারে বলেন টলিউডে প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে তার অনেক ঝামেলা হয়েছে। তিনি কারও নাম না নিয়েই বলেন, “এ নিয়ে কথা না বাড়ানোই ভালো। কারণ তাঁরা প্রত্যেকেই খুব ক্ষমতাশালী ব্যক্তি। আমায় তো করে করেকম্মে খেতে হবে”। ‘ভবিষ্যতের সব থেকে প্রতিশ্রুতিমান তারকা’ কণীনিকা তার আক্ষেপ উজাড় করে দিয়েছেন আনন্দবাজারের কাছে।

এই সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পরেই শ্রীলেখা কণীনিকার বিরুদ্ধে তোপ দেগেছেন। আনন্দবাজারের কাছে অভিনেত্রীর বার্তা, “কিছু দিন আগে আমিও একই ধরনের অভিযোগ করেছিলাম। টলিউডের স্বজনপোষণ নিয়ে মুখও খুলেছিলাম। তবে সম্ভবত কণীনিকা তখন আমার বিপক্ষে কথা বলে। দাবি করে, টলিউডে স্বজনপোষণ নেই”। শ্রীলেখার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে চুপ করে থাকেননি কণীনিকাও। তিনিও জবাব দিয়েছেন আনন্দবাজারের কাছে।

কণীনিকার বক্তব্য, “শ্রীলেখাদি ‘সম্ভবত’ শব্দটি ব্যবহার করেছেন। তার মানে উনি নিজেও নিশ্চিত নন। আমি ওঁর বিপক্ষেও দাঁড়াইনি। আবার টলিউডের স্বজনপোষণ প্রসঙ্গে ওঁর মুখ খোলা নিয়ে কোনও মন্তব্যও করিনি কখনও। স্বজনপোষণ বা প্রিয়পাত্রের উপর আস্থার উদাহরণ কোথায় নেই! সর্বত্রই আছে। টলিউডও তার ব্যতিক্রম নয়। কিন্তু শ্রীলেখাদি যথেষ্ট ভাল অভিনেত্রী। স্বজনপোষণ বা অন্য কোনও কারণে উনি যদি টলিউডে এক বা একাধিক কাজের সুযোগ হারিয়েও থেকে থাকেন, তাতে ওঁর কোনও ক্ষতি হবে না। ওঁর অভিনয় দক্ষতার কারণেই দর্শক ওঁকে মনে রাখবেন। উনি এখনও কাজ করছেন, পরেও করবেন।”

‘এক আকাশের নিচে’, ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’, ‘অন্দরমহল’ থেকে শুরু করে ‘মুখার্জিদার বউ’, ‘হামি’, ধারাবাহিকের পর্দা এবং সিনেমার পর্দা মিলিয়ে মিশিয়ে কাজ করেন কণীনিকা। ইদানিং স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের ‘সহচরী’ চরিত্রে অভিনয় করছেন। এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর বাদে ফের ধারাবাহিকের কাজ শুরু করলেন অভিনেত্রী।