‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে’ দুর্দান্ত অভিনয়, সেরার সেরা পুরস্কার পেলেন ‘মানিক’ সুকৃত

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি অনেক তারকাকে খুব ছোট্টবেলা থেকেই তাদের প্রতিভা বিকাশের সুযোগ দিয়েছে। তাদের মধ্যে একজন হলেন সুকৃত সাহা (Sukrit Saha)। বয়স তার খুব বেশি নয়, কিশোরই বলা চলে। কিন্তু এতটুকু বয়সে তার স্ক্রিন প্রেজেনস, ডায়লগ বলার ধরন থেকে শুরু করে অভিব্যক্তি, সবমিলিয়ে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে দিচ্ছেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sriman Prithviraj) এর মানিক।

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে সম্প্রচারিত এই ধারাবাহিকের খুদে নায়ক হলেন সুকৃত সাহা। এর আগে কখনও তাকে টেলিভিশনের পর্দায় অভিনয় করতে দেখেননি দর্শকরা। সিরিয়ালে এটাই তার প্রথম সুযোগ। তবে তার অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১১ বছর আগে। এতদিনে তিনি পেলেন তার প্রথম যোগ্য সম্মান।

KOMOLA O SRIMAN PRITHVIRAJ

সম্প্রতি টিভি নাইন বাংলার তরফ থেকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ‘মানিক’ এর ভূমিকাতে অভিনয় করার দরুণ সুকৃত তার সাবলীল অভিনয়ের জন্য টেলি বায়োস্কোপ অ্যাওয়ার্ড মঞ্চ পুরস্কার পেলেন। জীবনে এটাই তার প্রথম হাতে পাওয়া পুরস্কার। খুব স্বাভাবিকভাবেই তিনি ভীষণ আপ্লুত এই পুরস্কারটি পেয়ে।

পুরস্কার হাতে পাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে একটি দীর্ঘ পোস্ট করেন অভিনেতা। তাতে লেখা ছিল, ‘সবার আগে প্রণাম জানাই আমার সকল গুরুকে। সবার আগে প্রণাম জানাই আমার সকল গুরুকে। সাল ২০১২ থেকে এই অভিনয় যাত্রায় আমার সকল গুরুদের হাত ধরে পথ চলা শুরু করি … তখন এই অভিনয় ব্যাপারটা ভালো লাগা ছিল দিনে-দিনে বোঝার ক্ষমতা বাড়াতে বুঝতে পারি ওটা ভালোবাসা হয়ে গেছে।”

KOMOLA O SRIMAN PRITHVIRAJ 1

তিনি আরও লিখেছেন, “আমার জীবনের এটা প্রথম অ্যাওয়ার্ড তাই জন্যই আরও বেশি খুশি হচ্ছি, প্রথম সিড়িতে পা দিলে যে এত খুশি হওয়া যায় জানতাম না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই সকল দর্শককে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এই উপহারটা আমার হাতে আসতো না।” সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন অ্যাক্রোপোলিস, ষ্টার জলসা, এবং সিরিয়ালের গোটা টিমকে।

 

View this post on Instagram

 

A post shared by Sukrit Saha (@sukritsahaa)

আরও পড়ুন : পার্শ্বচরিত্রেও জিতে নিচ্ছেন দর্শকদের মন, কমলার বড়বৌদি ‘হরিমতি’ আসলে কে জানেন?

ছোট পর্দার দর্শকরা এখন প্রতিদিন সন্ধে সাড়ে ছটা বাজলেই স্টার জলসা খুলে মানিকের দস্যিপনা, কমলার সঙ্গে দুষ্টু-মিষ্টি খুনসুটি দেখার জন্য টিভি খুলে বসেন। পরকীয়া এবং কুটকাচালি ছাড়া নির্ভেজাল এক গল্প দর্শকদের উপহার দিয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। ধারাবাহিকের টিআরপিও এখন বেশ ভালই।

আরও পড়ুন : সিরিয়ালের শিশুশিল্পী থেকে সোজা সিনেমায়, টলিউড সিনেমায় পা রেখেছে এই ৫ খুদে তারকা