কেন বাবার বয়সী কোটিপতি বুড়োকে বিয়ে করেছেন জুহি চাওলা?

টাকার লোভে বুড়োকে বিয়ে! জুহি চাওলার স্বামী আসলে কে?

৯০ দশকের সবথেকে ট্যালেন্টেড এবং মিষ্টি একজন অভিনেত্রী ছিলেন জুহি চাওলা (Juhi Chawla)। সদা হাসিমুখে থাকা এই নায়িকা নিজের ব্যক্তিগত জীবনে যে কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তা জানলে অবাক হয়ে যাবেন। গত ১৩ ই নভেম্বর জুহি চাওলা পালন করেছেন তার ৫৬ তম জন্মদিন। এই দীর্ঘ জীবনে যেমন তিনি জয় মেহতার (Jay Mehta) মতো একজন ভালো স্বামী পেয়েছেন তেমন বিয়ের ঠিক আগেই হারিয়েছেন নিজের মা ও ভাইকে। একদিকে তিনি যেমন হয়েছিলেন মিস ইন্ডিয়া তেমন অন্যদিকে তার প্রথম সিনেমা বলিউডে হয়েছিল ফ্লপ। আজ আপনাদের বলব জুহি চাওলার জীবনের এমন কিছু অজানা দিক, যা হয়তো আপনি এতদিন জানতেন না।

১৯৮৪ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন জুহি। ঠিক তার ২ বছর পর ১৯৮৬ সালে ‘সুলতানাত’ নামক একটি ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এই সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। সিনেমাটি চূড়ান্ত ফ্লপ হয়েছিল। তবে ১৯৮৮ সালে আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তাক’, সিনেমা জুহিকে এনে দিয়েছিল তুমুল জনপ্রিয়তা। এই সিনেমায় অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ছিনিয়ে নেন তিনি।

Juhi Chawla

‘কেয়ামত থেকে কেয়ামত তাক’ সিনেমার সাফল্যের পর জুহির কাছে আসতে থাকে একের পর এক সিনেমার অফার। ‘হাম হে রাহি পেয়ার কে’, ‘ডর’, ‘ইসক’, ‘ইয়েস বস’, ‘ফিরভি দিল হে হিন্দুস্তানি’, ‘ভূতনাথ’, ‘ডুবলিকেট’, ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ সহ আরো বহু সিনেমায় অভিনয় করেন তিনি। শাহরুখ খান থেকে সানি দেওল, অমিতাভ থেকে ঋষি কাপুর, বহু অভিনেতার সঙ্গে কাজ করেছেন জুহি।

ব্যক্তিগত জীবনে ৭ বছরের বড় মেহতা গ্রুপের মালিক জয় মেহতাকে বিয়ে করেন জুহি চাওলা। জয়ের সঙ্গে জুহির প্রথম দেখা হয় ১৯৯২ সালে রাকেশ রোশন পরিচালিত কারোবার সিনেমার শুটিং চলাকালীন। সেই সময় জয় ছিলেন বিপত্নীক। জুহি যখন জানতে পারেন জয়ের স্ত্রী বিমান দুর্ঘটনায় মারা গেছেন তখন থেকেই তাঁর জয়ের প্রতি মনোভাব বদলে যায় এবং দুজনের মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু দুই পরিবারের সম্মতি থাকা সত্ত্বেও গোপনে বিয়ে সারতে হয়েছিল এই জুটিকে।

Juhi Chawla

জয় এবং জুহি যখন বিয়ের সিদ্ধান্ত নেন তার ঠিক কিছুদিন আগেই অভিনেত্রীর মা হঠাৎ করে গাড়ি দুর্ঘটনায় মারা যান। এরপরেই কোমায় চলে যান তার একমাত্র ভাই এবং তিনিও মারা যান। এই দুটি আঘাত অভিনেত্রীর জীবন পুরোপুরি পাল্টে দেয় এবং জুহি এবং জয় দুজনেই ঠিক করেন তারা গোপনে বিয়েটা করবেন। প্রথম সন্তানের জন্ম পর্যন্ত জুহি তার বিয়ের খবর লুকিয়ে রাখেন। স্বাভাবিকভাবেই জুহির বিয়ে এবং সন্তান জন্মের কথা যখন সকলে জানতে পারেন, তখন সবাই ভীষণ অবাক হয়ে যান।

আরও পড়ুন : ভারতের ধনীতম ব্যবসায়ী! এই ১০ বলিউড অভিনেত্রীর স্বামীদের সম্পত্তির পরিমাণ শুনলে আম্বানিও লজ্জা পাবে

Juhi Chawla

আরও পড়ুন : ৯০ দশকের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা কে? টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

একটি সাক্ষাৎকারে জুহি বলেছিলেন, “আমাদের বিয়ের কথাটা গোপন রাখার অন্যতম কারণ হলো সেই সময় বিবাহিত মেয়েরা তেমনভাবে আর সিনেমার অফার পেতেন না। সেই সময় সোশ্যাল মিডিয়ার এত বাড়াবাড়ি ছিল না, তাই বিয়ের খবর লুকিয়ে রাখাটা ভীষণ সহজ ছিল।” প্রসঙ্গত, এই মুহূর্তে জুহি চাওলা আইপিএল কলকাতা নাইট রাইডার্স-এর সহ মালিক।