অভিনেত্রীকে ফোনে কুপ্রস্তাব, বাধ্য হয়ে ধারাবাহিক ছাড়েন জনপ্রিয় টেলি অভিনেত্রী

অভিনেত্রীকে কুপ্রস্তাব পরিচালকের, মাঝপথে অভিনয় ছাড়তে বাধ্য হন জনপ্রিয় টেলি অভিনেত্রী

Khorkuto Chini Priyanka Mitra Opens Up About Casting Couch

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মুখ খুলেছেন তারকারা। তবে টলিউডের (Tollywood) কাস্টিং কাউচ (Casting Couch) নিয়ে সেভাবে কথা হয় না। হাতেগোনা কিছু অভিনেত্রীই টলিউডের মুখোশ খুলে দিয়েছেন। এদের মধ্যে এবার নতুন নাম প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra)। যাকে দর্শকরা সকলে ‘খড়কুটো’ (Khorkuto) ধারাবাহিকের চিনি নামে চেনেন। ইদানিং ‘মোহর’ (Mohor) ধারাবাহিক দিয়া চরিত্রেও অভিনয় করছেন তিনি। ইদানিং পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গেলেও একসময় বাংলা টেলিভিশনের নায়িকা হিসেবেই তার ডেবিউ হয়।

‘ছদ্মবেশী’ ধারাবাহিকেও রাজা গোস্বামীর বিপরীতে নায়িকা হয়ে অভিষেক হয়েছিল প্রিয়াঙ্কার। তবে ধারাবাহিক চলাকালীন মাঝপথেই শুটিং ছেড়ে বেরিয়ে যান প্রিয়াঙ্কা। তার কারণটা এতদিন অজানা থেকে গিয়েছিল। অবশেষে আনন্দবাজারের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী। জীবনের প্রথম ধারাবাহিকে কাজ করতে এসেই বাজে অভিজ্ঞতা হয়েছিল তার। পরিচালক এবং প্রযোজকদের থেকে নোংরা মেসেজ পেতেন তিনি।

Priyanka Mitra

অভিনেত্রীর কথায়, ‘জীবনের প্রথম ধারাবাহিকে কাজ করতে এসেই যা অভিজ্ঞতা হল! সহ-অভিনেতাদের কারও সঙ্গে কোনও সমস্যা হয়নি। বরং আমায় উত্ত্যক্ত করে ছেড়ে দিয়েছিলেন পরিচালক-প্রযোজকরা। সমানে ফোনে খারাপ খারাপ মেসেজ আসত। সে সব প্রস্তাবে রাজি না হওয়ায় সেটে সাংঘাতিক হেনস্থা করা হচ্ছিল আমাকে। ভয়ে জড়োসড়ো হয়ে কাটাতাম। বাড়ি ফিরে এসে কাঁদতাম। এ সবের জন্যই সরে যেতে হয়েছিল ওই ধারাবাহিক থেকে। টানা দুটো বছর আর ইন্ডাস্ট্রিতে ফেরার সাহস দেখাইনি।’

২ বছর বাদে সাহস সঞ্চয় করে তিনি আবার ফিরে আসেন। এখন অবশ্য তিনি আর ভয় পান না। অভিনেত্রীর কথায়, ‘এখন সবটা পাল্টে গিয়েছে। এই অভিজ্ঞতাটা মানসিক ভাবে আমায় অনেকটা শক্ত করেছে। এখন আর কাউকে ভয় পাই না, কাঁদিও না। স্পষ্ট কথা স্পষ্ট করে বলি। তবে হ্যাঁ, এখন যে প্রযোজনা সংস্থায় যাঁদের সঙ্গে কাজ করি, তাঁরা সবাই একেবারে অন্য রকম। এখানে প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়। একটা সুস্থ পরিবেশে কাজ করি।’

তিনি আরও বলেন, ‘আমার পরিচালক, ম্যাজিক মোমেন্টস-এর ইউনিটের বাকিরা এবং সহ-অভিনেতাদের থেকে সাহায্য পেয়েছি অনেকটাই। এখন দিব্যি নিজেকে জায়গা মতো বদলে অভিনয় করে ফেলতে পারি।’ প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমার একটাই স্বস্তির জায়গা, ‘ছদ্মবেশী’র দলের সেই খারাপ মানুষগুলো নিজেদের ভুল বুঝতে পেরেছেন। আমাকে নিজেরাই মেসেজে সে কথা জানিয়েছেন। আমার বদলে অন্য অভিনেত্রীকে দিয়ে ওঁরা আমার চরিত্রটা করিয়েছিলেন। কিন্তু ধারাবাহিক সফল হয়নি।’

‘খড়কুটো’র তৃণা, সোনাল থেকে শুরু করে ‘মোহরে’র সোনামণি, সহঅভিনেত্রীদের সঙ্গে বেশ ভাল সম্পর্ক রয়েছে তার। ভবিষ্যতে নতুন ধারাবাহিকে নায়িকার চরিত্রেও ফিরতে চান প্রিয়াঙ্কা। আর বলিউড থেকে ডাকলে? উত্তরটা নিশ্চয়ই ‘হ্যাঁ’ হবে বলেই জানিয়েছেন অভিনেত্রী।