জলের মতো ঢালা হয়েছে টাকা, এই ৫টি গানই হল ভারতের সর্বাধিক ব্যয়বহুল গান

বলিউড (Bollywood) এবং দক্ষিণের বড় বাজেটের ছবিগুলির জন্য কোটি কোটি টাকা ঢালেন প্রযোজকরা। কোনও কোনও ছবি বানাতে আবার ১০০ থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত বাজেট ধরা হয়। ছবির পাশাপাশি গানের দৃশ্যের উপরেও জোর দেওয়া হয় কারণ ছবি হিট হওয়ার পেছনে গানের একটা বড় ভূমিকা থাকে। তাই গানের জন্যও কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়। আজ এই প্রতিবেদনে জেনে নিন বলিউডের ইতিহাসে (Most Expensive Songs of Bollywood) সর্বাধিক দামি গান কোনগুলি?

শ্রীবল্লী (Srivalli) : অল্লু অর্জুনের সুপারহিট ‘পুষ্পা দ্য রাইস’ ছবির এই গানটি নেট দুনিয়ার সেনসেশন হয়ে দাঁড়িয়েছে। গানটি তামিল-তেলেগু এবং হিন্দি ভাষাতেও সমান জনপ্রিয়তা পেয়েছে। এই গানের জন্য ঢেলে খরচ করেছেন প্রযোজকরা। বলিউড সূত্রে খবর, গানটির জন্য কোটি কোটি টাকা খরচ হয়েছে।

মালাং (Malang) : আমির খান এবং ক্যাটরিনা কাইফের ‘ধুম ৩’ ছবির এই গানটি আজও জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি ভিউ পেয়েছিল গানের ভিডিওটি। গানের দৃশ্যটি তৈরি করার সময় ২০০ জন নৃত্য শিল্পীকে আমেরিকা থেকে ডেকে আনা হয়েছিল। অতএব গানটিকে বানানোর জন্য প্রযোজকদের বাজেটও অনেকটাই বাড়াতে হয়। সর্বমোট ৫ কোটি টাকা খরচ হয়েছিল গানের শুটিংয়ে।

আর আর আর (R R R) : এস এস রাজামৌলির আসন্ন ছবি দক্ষিণে একটি বড় বাজেটের ছবি হিসেবে গণ্য হচ্ছে। জুনিয়র এনটিআর এবং রামচরণকে নিয়ে বানানো এই ছবির বাজেট ৩০০ কোটি ছাপিয়ে গিয়েছে। ছবির একটি গান বানাতেই খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা।

পার্টি অল নাইট (Party All Night) : ২০১৩ সালে অক্ষয় কুমার এবং সোনাক্ষী সিনহা অভিনীত বলিউড ছবিতে ‘পার্টি অল নাইট’ গানের পেছনেও অনেক টাকা খরচ হয়। এই গানের জন্য ৬০০ জন নৃত্যশিল্পীকে ডেকে আনা হয়েছিল। গানের শুটিংয়ের জন্য নাকি ৬ কোটি টাকা খরচ হয়।

রাম চাহে লীলা (Ram Chahe Leela) : দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং অভিনীত ‘রামলীলা’ ছবির আইটেম ডান্স ‘রাম চাহে লীলা’ বানাতেও জলের মতো টাকা খরচ হয়। প্রিয়াঙ্কা চোপড়াকে এই গানের ভিডিওতে বোল্ড স্টাইলে নাচতে দেখা যায়।

থা করকে (Tha Karke) : ‘গোলমাল রিটার্ন্স’ ছবির এই গানের শুটিংয়ের জন্য ১২ দিন সময় লেগেছিল। ১০০০ জন নৃত্যশিল্পী নিয়ে বানানো হয়েছিল গানের দৃশ্যটি যেখানে ১৮০ জন স্টান্টম্যান এবং ১০টি গাড়ি ব্যবহার করা হয়েছিল। শুটিংয়ের জন্য খরচ হয়েছিল ৩.৫ কোটি টাকা।

স্যাটারডে স্যাটারডে (Saturday Saturday) : ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানকে নিয়ে পার্টি মোডের এই গানের শ্যুটিং করাতে খরচ হয়েছিল ৩ কোটি টাকা।

রাধা নাচেগি (Radha Nachegi) : এই গানের শুটিংয়ের জন্য সোনাক্ষী সিনহাকে যে লেহেঙ্গা পরানো হয়েছিল তা বানাতেই খরচ হয় ৭৫ লক্ষ টাকা। গানের শুটিংয়ের জন্য সর্বমোট ২.৫ কোটি টাকা খরচ হয়।

পেয়ার কে বাজার (Pyar Ke Bazaar) : ‘হামসাকাল’ ছবির এই আইটেম ডান্সটিও বলিউডের দামি গানগুলির মধ্যে অন্যতম। বিপাশা বাসু, তামান্না এবং এষা গুপ্তাসহ ৫০০ নৃত্য শিল্পীদের নিয়ে এই গানটির শুটিংয়ের জন্য ২ কোটি টাকা খরচ করা হয়েছিল।

জেলেবি বাঈ (Jalebi Bai) : বলিউডের এই আইটেম ড্যান্সে মল্লিকা শেরাওয়াতের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এই গানের শুটিংয়ের জন্য প্রযোজকরা কার্পণ্য করেননি। ১.৫ কোটি টাকা দিয়ে একটি গানের শুটিং হয়েছিল।