Katrina Kaif Net Worth : কোনও তারকা সন্তান নন, এমনকি ভারতবাসীও নন , তবুও আজ তিনি বলিউডের (Bollywood) একজন খ্যাতনামা অভিনেত্রী। বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় ২ দশক অতিবাহিত করে ফেলা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) আজ বলিউডের প্রথম সারির অভিনেত্রী। জানলে অবাক হয়ে যাবেন, ২২৪ কোটি টাকার মালকিন ক্যাটরিনার আয়ের (Katrina Kaif Income) উৎস কিন্তু শুধু সিনেমা নয়। আর কী কী ভাবে তিনি উপার্জন করেন?
বলিউডে ক্যাটরিনার কেরিয়ার
২০০৩ সালে ‘বুম’ সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। প্রথম সিনেমাটি সেইভাবে জনপ্রিয়তা না পেলেও পরিচালকদের নজরে চলে আসেন ক্যাটরিনা। প্রথমদিকে ভাষাগত কিছু সমস্যা তৈরি হলেও পরবর্তী সময়ে তা কাটিয়ে ওঠেন অভিনেত্রী। বন্ধু সালমান খানের হাত ধরে উপহার দিতে থাকেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা।
পারিশ্রমিকের দিক থেকে অনেক এগিয়ে রয়েছেন ক্যাটরিনা
‘নিউইয়র্ক’, ‘ব্যাং ব্যাং’, ‘নামাস্তে লন্ডন’, ‘টাইগার জিন্দা হে’, ‘এক থা টাইগার’ সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অভিনয় করেছেন ‘টাইগার থ্রি’ সিনেমাতে। ‘টাইগার থ্রি’ সিনেমাতে ক্যাটরিনার অ্যাকশন স্টান্ট দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন। কিছু কিছু দৃশ্যে সালমান খানকেও ছাপিয়ে গেছেন তিনি। আজ পারিশ্রমিকের দিক থেকেও ক্যাট পেছনে ফেলে দিয়েছেন বহু অভিনেত্রীকে।
ক্যাটরিনার নিজস্ব প্রসাধনী ব্র্যান্ড কে বিউটি
ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, ক্যাট সুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ ২২৪ কোটি টাকা। বার্ষিক তিনি যত টাকা উপার্জন করেন তার বেশিরভাগ উৎসই হলো সিনেমা। তবে সিনেমা ছাড়াও ক্যাটরিনা আরো অনেক কাজ করেন যেখান থেকে মোটা অংকের টাকা উপার্জন করেন তিনি। ক্যাটরিনার প্রসাধনী সংস্থা ‘কে বিউটি’ প্রথম বাজারে আসে ২০১৯ সালে।
ইনস্টাগ্রাম থেকে কত আয় করেন ক্যাটরিনা?
২০২২ সালের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, ২০১৯ সালে লঞ্চ হওয়া ‘কে বিউটি’ নামক প্রসাধনী সংস্থা মাত্র তিন বছরের মধ্যেই উপার্জন করেছে ১০০ কোটি টাকা। তবে শুধু এই সংস্থা নয়, আরো অন্য একটি সংস্থায় সম্প্রতি বিনিয়োগ করেছেন অভিনেত্রী যেখান থেকেও বছরে মোটা টাকা উপার্জন করেন তিনি। এছাড়াও Instagram এ প্রচারমূলক কাজের জন্য ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
আরও পড়ুন : আলিয়া নাকি দীপিকা, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী কে? কার পারিশ্রমিক কত?
বিজ্ঞাপন থেকে কত আয় করেন ক্যাটরিনা?
বেশ কিছু সংস্থার বিজ্ঞাপনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেন ক্যাটরিনা। এই সমস্ত সংস্থা থেকে তিনি বার্ষিক ৬ থেকে ৭ কোটি টাকা উপার্জন করেন। সিনেমা পিছু তিনি প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নেন।
আরও পড়ুন : মাইনে নেতা-মন্ত্রীদের থেকেও বেশি, ক্যাটরিনা কাইফের বডিগার্ডের বেতন শুনলে আঁতকে উঠবেন
প্রসঙ্গত, সালমান খানের হাত ধরেই বলিউডে এন্ট্রি হয়েছিল ক্যাটরিনার। অনেকেই ভেবেছিলেন অদূর ভবিষ্যতে সালমানের সঙ্গেই ঘর বাঁধবেন তিনি। পরবর্তী সময়ে রণবীর কাপুরের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাটরিনা কিন্তু পরিবারের অসম্মতি থাকায় সেই সম্পর্ক ভেঙে যায়। অবশেষে ২০২১ সালে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। এই মুহূর্তে স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি।