বর্তমান সময়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা যেন জলভাত হয়ে গিয়েছে। এখনকার অভিনেতাদের আর এসব নিয়ে বিশেষ ট্যাবু নেই। কিন্তু বলিউডে এমন অভিনেতাও রয়েছেন পর্দার সামনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে যাদের কালঘাম ছুটেছিল। একবার নয়, দুবার নয়, পরিচালককে ৩৭ বার রিটেক করিয়ে তবে সেই শট ওকে হয়েছিল। সেই অভিনেতা আবার বর্তমান প্রজন্মের হার্টথ্রব। তিনি কে জানেন? কার্তিক আরিয়ান।
চুমুর দৃশ্যে ৩৭ বার রিটেক করিয়েছিলেন কার্তিক আরিয়ান
তখন সবেমাত্র কার্তিক ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। আজকের মত সুপারস্টার ইমেজ গড়ে ওঠেনি তার। সুভাষ ঘাইয়ের কাঞ্চি দ্য আনব্রেকেবল সিনেমাতে অভিনয় করছিলেন তিনি। তার বিপরীতে ছিলেন মিষ্টি। এখানে তাদের একটি চুমুর দৃশ্যে অভিনয় করতে হত। কিন্তু কার্তিকের এই দৃশ্যে ছিল ঘোর আপত্তি। তখনো ক্যামেরার সামনে তার সম্পূর্ণ জড়তা কাটেনি। তিনি ভাবতেন তার বাড়ির লোক হয়তো ভালোভাবে ব্যাপারটা নেবেন না। তাই প্রথমবার প্রস্তাব পেতেই তিনি সরাসরি না বলে দেন।
আরও পড়ুন : কোটি টাকা দিলেও কেন তামাকের বিজ্ঞাপন করেন না কার্তিক, কারণ জানলে স্যালুট জানাবেন
আরও পড়ুন : মডেল থেকে অভিনেত্রী, এই ৭ সুন্দরীই হলেন কার্তিক আরিয়ানের প্রাক্তন প্রেমিকা
যদিও শেষ পর্যন্ত তাকে ওই দৃশ্য করতেই হয়েছিল। কিন্তু সেই সময় দৃশ্যটি করতে গিয়ে কাল ঘাম ছুটেছিল কার্তিকের। কারণ চুমু খাওয়ার অভিজ্ঞতা তখন তার ছিল না। ক্যামেরার সামনে ওই কাজ করতে গিয়ে বারবার ভুল করছিলেন তিনি। আর সেই কারণেই ৩৭ বার শট নিতে হয়েছিল পরিচালককে। অবশেষে ৩৭ বারে গিয়ে শট ওকে হয়। আর কার্তিকও হাঁফ ছেড়ে বেঁচেছিলেন।