ফের একবার রিগ্রেসিভ কন্টেন্ট দেখিয়ে কাঠগড়ায় উঠলো বাংলা সিরিয়াল (Bengali Serial)। জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kachhe Koi Moner Kotha) সিরিয়ালটিতে এমন অনেক কিছুই দেখানো হচ্ছে যা নিয়ে আলোচনা-সমালোচনায় মেতেছেন দর্শকরা। মা-ছেলের ফুলশয্যা থেকে আরম্ভ করে বৈবাহিক ধর্ষণ, গার্হস্থ্য অত্যাচারের বিষয় নিয়ে আগেও চর্চা হয়েছে। তবে এবার দেওর-বৌদির প্রেম দেখিয়ে বেশ সমালোচনার মুখে পড়ল এই সিরিয়াল।
মানালি দে, স্নেহা চ্যাটার্জী, বাসবদত্তা চ্যাটার্জী, দ্রোণ মুখার্জী, শ্রীতমা মিত্রদের মত অনেক নামিদামি শিল্পীরা রয়েছেন এই সিরিয়ালে। তবে গল্পের গতি নিয়ে বারবার আপত্তি তুলেছেন দর্শকরা। যেমন দেখানো হচ্ছে স্বামীর কাছে চরম অত্যাচারিত হলেও ডিভোর্সের পর শ্বশুরবাড়িতে এসে থাকছে ‘শিমুল’। এমনকি সে স্বামীর দ্বিতীয় বিয়ে দেওয়ার চেষ্টাও করে।
কিছুদিন আগেই আবার স্বামীকে বিষ খাইয়ে খুনের চেষ্টা অভিযোগে শিমুলকে জেলে যেতে হয়েছিল। তবে এতকিছুর পরেও আবার সেই শ্বশুরবাড়িতেই ফিরে আসে শিমুল। ননদের বিয়ের প্রস্তুতি নিয়ে এখন তোড়জোড় শুরু করেছে সে। সামনেই শিমুলের ননদ পুতুলের সঙ্গে তার মাস্টারমশাই তীর্থর বিয়ে। এদিকে তীর্থকে নিয়ে আবারও বিতর্কিত মোড় নিল সিরিয়ালের গল্প।
গল্পে দেখানো হবে দেওর-বৌদির প্রেম!
এখন দেখানো হচ্ছে তীর্থর বৌদি কিছুতেই দেওরের বিয়ে হতে দিতে চাইছে না। বৌদি কেন দেওরের বিয়েতে বাধা দিচ্ছে বারবার সেই নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল দর্শকদের মনের। বেশিরভাগেরই অনুমান দেওরকে নিজের হাতের মুঠোয় রাখতে চাইছে বৌদি। তবে শুধু তাই নয়, বৌদি আবার দেওরের প্রতি অনুরক্ত। সাম্প্রতিক এপিসোডে তেমনই আভাস পাওয়া গেল।
‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের সাম্প্রতিক এপিসোডে তীর্থের বৌদির এমন কিছু সংলাপ ছিল যার থেকে ইঙ্গিত মিলেছে যে মনে মনে সে তার দেওরের প্রতি দুর্বল। এর আগেও বাংলা সিরিয়ালের এই ধরনের গল্প দেখানো হয়েছে। হানি বাফনা, শ্বেতা ভট্টাচার্যের সিরিয়াল ‘সোহাগ জল’ সিরিয়ালের গল্প কিছুটা এরকম ছিল। যা মোটেই পছন্দ করেননি দর্শকরা।
আরও পড়ুন : Zee Bangla-য় আসছে নতুন সিরিয়াল IAS Jogomaya, দেখুন প্রোমো
আরও পড়ুন : ফাঁস হয়ে গেল ইরার আসল পরিচয়! ‘অনুরাগের ছোঁয়া’তে আসছে তোলপাড় করা পর্ব
বাংলা সিরিয়ালে ক্রমাগত এমন নিম্ন রুচির গল্প দেখতে দেখতে সিরিয়ালের মান নিয়ে প্রশ্ন তুলছেন দর্শকরা। সস্তার টিআরপি তোলার কৌশল নাকি এগুলোই। যদিও ‘সোহাগ জল’ দেখতে কিন্তু মোটেই পছন্দ করেননি দর্শকরা। টিআরপি ছিল তার প্রমাণ। সেই একই পথ ধরলে ‘কার কাছে কই মনের কথা’র টিআরপি বাড়বে নাকি কমবে সেটাই এখন দেখার।