বলিউডের সবথেকে অশিক্ষিত পরিবার, কাপুর পরিবারের বিদ্যের দৌড় জানলে লজ্জা পাবেন আপনিও

করিনা থেকে কারিশমা, আলিয়া থেকে রণবীর! কাপুর পরিবারের কে কতদূর শিক্ষিত জানেন

Kapoor Family Education : বলিউড (Bollywood) -এ কাপুর পরিবারের অবদানও অনস্বীকার্য। ফিল্ম জগতে কাপুর পরিবারের নাম খোদাই করেছিলেন পৃথ্বীরাজ কাপুর (Prithviraj Kapoor)। বলিউডের অধিকাংশের মতে, তিনি হিন্দি ছবির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। এখন তার বংশধর রণবীর কাপুর থেকে শুরু করে করিনা কাপুর বলিউড কাঁপাচ্ছেন। কিন্তু জানেন কী কাপুর পরিবারের সদস্যদের পড়াশোনা কতদূর (Kapoor Family Educational Qualification)? চলুন আজকে জেনে নিই।

Kapoor Family Educational Qualification

১. করিশ্মা কাপুর (Karishma Kapoor) : নব্বইয়ের দশকে বড় পর্দা মাতিয়ে রেখেছিলেন রণধীর কাপুরের বড় মেয়ে করিশ্মা কাপুর। মুম্বাইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন কনন স্কুলে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। স্কুলের পড়াশোনা শেষ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য মুম্বাইয়ের সোফিয়া কলেজে ভর্তি হন তিনি। কিন্তু অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার ফলে কলেজের পড়াশোনা মাঝপথেই থামিয়ে দেন করিশ্মা।

KAREENA KAPOOR

২. করিনা কাপুর (Kareena Kapoor) : করিশ্মার মত করিনাও আর খুব বেশি দূর পড়াশোনা করেননি। তিনিও দিদির মতই খুব কম বয়সে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। করিনা মুম্বইয়ের যমুনাবাই নার্সি স্কুলে পড়তেন প্রথমে। তারপর তাকে পাঠিয়ে দেওয়া হয় দেরাদুনের ওয়েলহাম গার্লসে। সেখান থেকে ফিরে মিঠিবাই কলেজে কমার্স নিয়ে ভর্তি হলেও গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি।

৩. ঋদ্ধিমা কাপুর (Ridhima Kapoor) : স্কুলের গন্ডি পার করে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি দেন ঋধিমা। রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর ডিজাইনিং অ্যান্ড মার্কেটিংয়ে ব্যাচেলার ডিগ্রি করেছেন আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি একজন ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে কাজ করছেন।

RANBIR KAPOOR

৪. রণবীর কাপুর (Ranbir Kapoor) : রণবীর কাপুরই হলেন কাপুর পরিবার সবথেকে বেশি শিক্ষিত। তিনি মুম্বাইয়ের বম্বে স্কটিশ স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে পড়াশোনার থেকে তার খেলাধুলার দিকে বেশি মন ছিল। তিনি স্কুলের পর মুম্বাইয়ের এইচ আর কলেজ অফ কমার্স এন্ড ইকোনোমিক্সে ভর্তি হয়েছিলেন। তারপর আবার উচ্চ শিক্ষার জন্য চলে যান নিউইয়র্কে। রণবীর নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টসে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেন। এরপরে আবার মেথড অ্যাকটিং নিয়ে পড়াশোনা করার জন্য নিউইয়র্কের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন।

ALIA BHATT AND RANBIR KAPOOR

আরও পড়ুন : শুধু প্রেমিক নয়, তার মায়ের সঙ্গেও স`হ`বা’স’ করেছেন এই বলিউড নায়িকা

৫. আলিয়া ভাট (Alia Bhatt) : এখন কাপুর পরিবারের অন্যতম সদস্য হলেন আলিয়া ভাট। তাই এখানে তার পড়াশোনা নিয়েও আলোচনা করা হলো। যদিও আলিয়ার পড়াশোনা নাম মাত্র। তিনি দশম শ্রেণির পর আর লেখাপড়ার ধার ধারেননি। যদিও আলিয়া ৭১ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিলেন ক্লাস টেন।

আরও পড়ুন : কোটিপতির বৌ হতে বিয়ে করেছেন এক বুড়োকে! জুহি চাওলার স্বামী আসলে কে জানেন?