লুকিয়ে আর পরকীয়া নয়, শ্রীময়ীর সঙ্গে সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিলেন কাঞ্চন, রইল ছবি

কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) মধ্যে সম্পর্ক কী? গত দুই বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। কাঞ্চন-পত্নী পিঙ্কি অবশ্য সাফ সাফ কাঞ্চনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন। পিঙ্কির সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকতে থাকতেই নাকি শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন এই টলিউড তারকা। সেই নিয়ে বিস্তর জলঘোলাও হয়।

জল্পনা যতই চলুক না কেন, কাঞ্চন-শ্রীময়ী কিন্তু তাদের প্রেমের বিষয়টি বরাবর এড়িয়ে চলেছেন এতদিন। তবে পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর যেভাবে বিভিন্ন অনুষ্ঠানে কাঞ্চন এবং শ্রীময়ীকে একসঙ্গে দেখা যেত তাতে জল্পনা বেড়েছে বৈ কমেনি। অবশেষে সমস্ত জল্পনার হল অবসান। কারণ সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিলেন খোদ কাঞ্চন মল্লিক।

সত্যি সত্যিই শ্রীময়ীর প্রেমে বাঁধা পড়েছেন কাঞ্চন। তার সাম্প্রতিক পোস্টে ধরা পড়েছে সেই সুসংবাদ। শ্রীময়ীর সঙ্গে একটি ছবি শেয়ার করে গোটা গোটা অক্ষরে কাঞ্চন লিখেছেন ‘আমার ভালবাসা’। নিন্দুকদের মুখে ছাই দিয়ে কাঞ্চন মল্লিক প্রকাশ্যেই শ্রীময়ীর প্রতি তার ভালবাসার কথা স্বীকার করে নিলেন। লুকিয়ে পরকীয়ার অভিযোগ এবার আর দিতে পারবেন না কেউ।

২০২০ সালে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে পরকীয়ায় জড়িত হয়ে পড়ার অভিযোগ তুলেছিলেন তার স্ত্রী পিঙ্কি। এরপরের ঘটনা বহুদূর পর্যন্ত এগিয়েছিল। কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্কে সংবাদ মাধ্যমের কাছে বিস্তর অভিযোগ করেছিলেন পিঙ্কি। সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিতে বারবার সোশ্যাল মিডিয়াতে লাইভে মুখ খুলেছিলেন শ্রীময়ী।

তবে এত কিছুর পরেও শ্রীময়ী বা কাঞ্চন কিন্তু সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে এরপর থেকেই নানা অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেতে থাকে। পুজোর উদ্বোধন থেকে শুরু করে রাজনীতির ময়দানে একাধিক অনুষ্ঠানে কাঞ্চন-শ্রীময়ী পাশাপাশিই থেকেছেন। অবশেষে সোশ্যাল মিডিয়াতে খোলাখুলি সম্পর্কের কথা জানান দিলেন অভিনেতা।

এদিকে কাঞ্চন-পিঙ্কির সম্পর্ক ভাঙ্গনের দোড়গোড়ায় এসে দাঁড়িয়েছে। দু’বছর আগে থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। সম্পর্ক ভাঙার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই দুই তারকা। পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন কাঞ্চন। কবে বাজবে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের সানাই? উত্তর ভবিষ্যতেই মিলবে।