বাংলা বিনোদনের জগতে কমেডিয়ানদের অনেক গুরুত্ব রয়েছে বরাবর। বাংলা সিনেমার জনপ্রিয় কমেডিয়ানদের (Tollywood Commedian) মধ্যে একজন হলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। তিনি বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তিনি তার হাস্যরসের মাধ্যমে দর্শকদের মুখে হাসি ফোটান। তবে তার নিজের জীবনটাও যে বরাবর এরকম হাসি-মজার মধ্যেই কেটেছে এমনটা কিন্তু নয়। কাঞ্চন মল্লিকের অতীতের অধ্যায় ছিল বেশ কঠিন।
আজকে অভিনয় দুনিয়াতে বেশ জনপ্রিয় মুখ কাঞ্চন মল্লিক। সেই সঙ্গে রাজনীতিতেও প্রবেশ করেছেন তিনি। তবে উত্তরপাড়ার তারকা তৃণমূল বিধায়কের কেরিয়ার শুরুর দিনগুলো ছিল খুবই কঠিন। অভিনয় দুনিয়াতে প্রবেশের আগে তিনি বিউটি পার্লারে কাজ করতেন। আবার সেলসম্যান হিসেবেও কাজ করেছেন বহু বছর। সংসার চালাতে তাকেও অনেক পরিশ্রম করতে হয়েছিল। সেই সঙ্গে অভিনেতা হওয়ার স্বপ্নটাও ছিল মনে।
একবার শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’ টক শোতে উপস্থিত হয়ে কাঞ্চন মল্লিক নিজের সেই সমস্ত কঠিন দিনগুলির কথা স্বীকার করেন। ফেসবুকের ভাইরাল ভিডিওতে ফের একবার উঠে এসেছে তার সেই সাক্ষাৎকার যেখানে তিনি বলছেন একসময় কাজের অভাবে তাকে লোকের অনেক কটু কথা শুনতে হয়েছিল। তবুও তিনি অভিনেতা হওয়ার চেষ্টায় হাল ছাড়েননি।
কাঞ্চন মল্লিকের কথায়, ‘‘তখন অনেক কথা শুনেছি। পাড়ার লোক বলত কিচ্ছু করিস না, সারাদিন বসে থাকিস, সংসার চলবে কী করে! তখন একটা কথা বলেছিলাম, কাকু আপনাকে পাড়ার লোক চেনে, রোজ দেখে, আর আমায় দেখতে গেলে অ্যাকাডেমিতে টিকিট কেটে দেখতে হয়।’’ তবে সংসার চালানোর জন্য সেলসম্যান থেকে পার্লারের চাকরিও করেছেন তিনি। মেক আপের খুঁটিনাটি সবই তার জানা।
অভিনেতা শাশ্বতকে বলেছেন তিনি ফেসিয়াল থেকে মেহেন্দি সবই করতে পারতেন। আবার মাথার চুল কাটতেন। ঝুলপির যে জায়গাটা কাটা ভীষণ কঠিন সেটাও তিনি কাটতে শিখেছিলেন। সেই সঙ্গে ওয়াক্স করতেও পারতেন। কাঞ্চন মল্লিক বলেছিলেন তিনি একটি প্রসাধনী সংস্থার ওয়ার্কশপে কাজ শিখেছিলেন। শুধু অভিনয় করে তখন পেটের ভাতের জোগাড় হত না। তাই তিনি এসব কাজও করতেন।
সেই সঙ্গে শাশ্বত চ্যাটার্জীর একটি প্রশ্নের উত্তরে কাঞ্চন বলেছিলেন যদি পরিবারকে একটু বেশি সময় দিতে পারতেন তাহলে ভাল ফ্যামিলি ম্যানও হতে পারতেন। উল্লেখ্য, কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জীর সঙ্গে তার বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে। তবে যে সময় এই ইন্টারভিউ চলছিল তখন কাঞ্চন এবং পিঙ্কি একসঙ্গেই থাকতেন।