১৮ তে বিয়ে, ২০ শে ডিভোর্স! অসুখী দাম্পত্য নিয়ে প্রথমবার মুখ খুললেন স্বস্তিকা

টলিউড (Tollywood) সুন্দরী স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee) ৪০ পেরিয়েও আজ বহু মানুষের কাছে হার্টথ্রব। সোশ্যাল মিডিয়ার সেনসেশন তিনি। রূপে, গুণে, অভিনয়ে স্বস্তিকা বহু মানুষের মন জিতেছেন। সেই সঙ্গে স্পষ্টবক্তা হিসেবেও তার সুনাম আছে। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেসব আলোচনা হয় তারও উত্তর দেন তিনি। নিজের জীবনের প্রেম, বিয়ে, ডিভোর্স থেকে শুরু করে সন্তানের বিষয়ে বহুবার অনায়াসে অকপট হয়েছেন স্বস্তিকার।

স্বস্তিকার দীর্ঘ ফিল্মি কেরিয়ারে হামেশা বিতর্ক লেগেই রয়েছে। টলিউডের এই অভিনেত্রী বর্তমানে বলিউডে কাজ করছেন। হিন্দি ছবি এবং ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন তিনি। তার ব্যক্তিগত জীবনের বহু শেডস হয়েছে। ১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেছিলেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর।

swastika mukherjee

অবশ্য মা-বাবার পছন্দ করা ছেলেকেই দেখাশোনা করে বিয়েটা করেছিলেন স্বস্তিকা। কিন্তু দু’বছরের মাথাতেই তার সংসার ভেঙে যায়। একমাত্র মেয়েকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে আবার বাপের বাড়িতে ফিরে আসেন স্বস্তিকা। এরপর একা হাতে মেয়েকে মানুষ করেছেন যেমন, তেমনই নিজের কেরিয়ার সমানতালে গুছিয়েও নিয়েছেন তিনি।

স্বস্তিকার মেয়ে অন্বেষা এখন বিদেশে স্নাতকোত্তরের পড়াশোনা করছেন। মেয়েকে সিঙ্গেল মাদার হিসেবে একাই মানুষ করেছেন স্বস্তিকা। তার ব্যক্তিগত জীবনে কিছু কম উত্থান পতন নেই। সম্প্রতি এই বিষয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন তিনি। ‘অউর বাতাও’ শোতে অার জে স্তুতির প্রশ্নের জবাবে তিনি তার জীবনের ফেলে আসা অধ্যায় নিয়ে মুখ খোলেন।

swastika mukherjee daughter

স্বস্তিকা বলেছেন, ‘‘আমার কোনও আফসোস নেই, কারণ আমি যখন ভাবি আমার জীবনটা আমি ওই বিয়েটা ছাড়া কাটাতে পারতাম, আমার মনে হয় তাহলে অন্বেষা আমার সঙ্গে থাকতো না। আর এই ভাবনাটায় মনে হয় তাহলে তো আমার অস্তিত্বটাই অবলুপ্ত হয়ে যেত। আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের কাছে কৃতজ্ঞ যে অন্বেষাকে আমি পেয়েছি। ও না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম। এই পেশাটার মধ্যে একটা নিজস্ব স্ট্রাগল আছে, সেটা অস্বীকার করার জো নেই’’।

swastika mukherjee daughter 1

স্বস্তিকার সঙ্গে তার মেয়ের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। স্বস্তিকা বহুবার বলেছেন তার মেয়ে তাকে শক্তি এবং সাহস যুগিয়েছেন। ডিভোর্সের সময় দীর্ঘ লড়াই লড়তে হয়েছিল তাকে। সেই সঙ্গে আইনের ঝামেলাও কম ছিল না। তবে সমস্ত বাধা পেরিয়ে সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি মা হিসেবেও সফল হয়েছেন স্বস্তিকা। সম্প্রতি নেটফ্লিক্সের ‘কোয়ালা’ ওয়েব সিরিজের তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।