অবশেষে ‘কাঁচা বাদাম’ গানের সঠিক মূল্য পেলেন ভুবন বাদ্যকর, ছেড়ে দিলেন বাদাম বিক্রি

বাদাম কাকুর (Badam Kaku) ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান এখন জগৎবিখ্যাত। এখন আর তার সংসারে অভাবের টানাটানি নেই। এখন তার অবস্থা বেশ স্বচ্ছল হয়ে উঠেছে। তার বানানো এবং গাওয়া ‘কাঁচা বাদাম’ গান আজ লোকের মুখে মুখে ফিরছে। এতদিন বাদাম বেচে তার সংসার চলত। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তাকে দেখলেই সকলে তাকে ঘিরে ধরে। ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) পরিচয় এখন শুধু বাদাম বিক্রেতা ফেরিওয়ালা নয়। তার পরিচয় তিনি সকলের প্রিয় ‘বাদাম কাকু’।

তবে যে বাদাম নিয়ে এতো হৈ চৈ, এবার সেই বাদামের ব্যবসার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলতে চাইছেন ভুবন বাদ্যকর। কারণ এখন তো তিনি ‘সেলিব্রিটি’! তাই রাস্তায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করার এখন আর তার কোনও প্রয়োজন নেই। তাই বাদামের ব্যবসার পাট চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। আজকাল তাকে দেখলেই সকলেই তাকে ছেঁকে ধরেন গান শোনার জন্য। তাই তিনি বাদামের ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিলেন।

Kacha Badam Official Song Ft Bhuban Badyakar on Goduli Bela Music

কাচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের সঙ্গে গানের বিষয়ে চুক্তি হয়েছে গোধূলি বেলা মিউজিকের সঙ্গে। ইতিমধ্যেই তারা তাদের তরফ থেকে ভুবন বাদ্যকরকে নিয়ে একটি মিউজিক ভিডিও লঞ্চ করেছেন। সেই ভিডিওটি ইতিমধ্যেই ৬৮ মিলিয়ন দর্শক দেখে ফেলেছেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “কপিরাইট বাবদ ভুবন বাদ্যকরের সঙ্গে আমাদের তিন লক্ষ টাকা চুক্তি হয়েছিল।

সেই মোতাবেক আমরা আজ তার হাতে লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হল। বাকি দেড় লক্ষ টাকা আগামী সাত দিনের মধ্যে তার হাতে তুলে দেওয়া হবে। যেভাবে ভুবন দার গান নিয়ে সবাই ব্যবহার করছিলেন তার পরিপ্রেক্ষিতে একটি পরিকল্পনা করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সফলতা এসেছে।”

বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ভুবন বাদ্যকর। তাঁর গানের তালে কোমর দুলিয়ে বাংলাদেশি তনয়ার নাচ এখন ভাইরাল। প্রচুর রিলসও তৈরি হয়েছে। কিন্তু ‘বাদাম কাকু’ সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে যতই জনপ্রিয় হোন না কেন, সে দেশে যাবেন না তিনি। বাদাম বিক্রির প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “না না, এখন আর বাদাম বিক্রি করি না। এখন তো আমি সেলিব্রিটি। বাদাম বেচতে গেলে সবাই ঘিরে ধরে, বাদাম বিক্রি হয় না।”