দজ্জাল শাশুড়ির জ্বালায় নাজেহাল মধুমিতা! শান্তশিষ্ট শ্রীময়ী এবার হিটলার শাশুড়ি

নামে কিছু এসে না গেলেও সারনেমে আসে যায় বৈকি! বিয়ের পর মেয়েদের পদবী বদলানোই সমাজের দস্তুর। তবে কি হবে যদি কোনও মেয়ে বিয়ের পর নিজের পদবী বদলাতে না চান? ঘরে-বাইরে কোন কোন সমস্যার মুখে পড়তে হতে পারে তাকে? এমনই এক ভাবনা থেকে পরিচালক সুদীপ দাস বানিয়ে ফেলেছেন একটি ছবি। একটি পরিবারের টক-মিষ্টি স্বাদের গল্পের প্রেক্ষাপটে বানানো এই ছবি। নাম তার ‘কুলের আচার’ (Kuler Achar)।

ছবিতে এক অল্প বয়সী মিষ্টি গৃহবধূ মিঠি চরিত্রে অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার সদ্য বিয়ে হয়েছে। তার স্বামীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)। মিঠি তার শাশুড়ি মাকে ভীষণ ভয় পায়। কারণ তিনি বেশ রাগী-গম্ভীর প্রকৃতির মানুষ। মিঠির কথায় তার শাশুড়ি মা হিটলার! এমন দজ্জাল শাশুড়ি মার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder)। হ্যাঁ, ছোটপর্দার শান্তশিষ্ট সেই শ্রীময়ী এবার চরিত্রের প্রয়োজনে নিজের ভোল বদলে ফেলেছেন।

Indrani Halder And Madhumita Sarcar Will Be Seen Together In Kuler Achar

দীর্ঘ বেশ কিছুদিনের লম্বা বিরতির পর এই ছবির হাত ধরে ইন্দ্রানী সিনেমার পর্দায় ফিরেছেন। তার অভিনীত চরিত্রের নাম মিতালী। যিনি বেশ রাগী স্বভাবের মানুষ। মিঠি তার শাশুড়ি মাকে বেশ ভয় পায়। ছবিতে তার স্বামীর ভূমিকায় অভিনয় করছেন নীল মুখোপাধ্যায়। ছবির প্রেক্ষাপট বিয়ের পর মেয়েদের পদবী পরিবর্তনের বিষয় এবং সেই সংক্রান্ত জটিলতা ‌ নিয়ে লেখা। একবিংশ শতাব্দিতেও আধুনিক সমাজের কাছে এই বিষয়টি বেশ জটিল।

Indrani Halder And Madhumita Sarcar Will Be Seen Together In Kuler Achar

মিঠি বিয়ের পরেও নিজের পদবী বদলাতে চায় না। এর জন্য তাকে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয়। মিসেস সেন নাকি মিসেস রায়, কোন পরিচয় পরিচিত হবে সে? সে কি পারবে তার পদবী ধরে রাখতে? গল্প এগিয়ে চলবে এই বিষয়বস্তুকে কেন্দ্র করে। সিনেমার শুরুতেই দেখা যাচ্ছে পদবী নিয়ে সমস্যার মুখে পড়ে গিয়েছে ‌ নববিবাহিত মিঠি এবং প্রীতম। কারণ সে তার পদবী বদলায়নি। এই হানিমুনে গিয়ে মুশকিলে পড়ে গিয়েছে দুজনেই।

বর এবং বউয়ের পদবী আলাদা হয় কি করে? সন্দেহের নজরে দেখা হতে থাকে তাদের। তাই শেষমেষ হানিমুন ক্যানসেল করেই ফিরে আসতে হয় মিঠি এবং প্রীতমকে। এরপর আর কী কী অপেক্ষা করে রয়েছে তাদের জন্য? জানতে হলে কাছাকাছি কোনও সিনেমা হলে গিয়ে দেখে নিন ‘কুলের আচার’।