নেচে-গেয়ে দুবাই মাতিয়েছিলেন কেকে, জি বাংলার পর্দায় উঠে এল সেই ভিডিও

জি বাংলার এভারগ্রীন মেলোডিস এ কেকের দুর্ধর্ষ পারফরম্যান্স, অবশেষে প্রকাশ্যে এল ভিডিও

K K's Stage Performance On Dubai Viral Video

এক সপ্তাহ আগেও যিনি কলকাতা শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছিলেন নিজের গানের ডালি নিয়ে, আজ আর তিনি নেই। এই শূন্যতা ভক্তদের মনজুড়ে থেকে যাবে আজীবন। আট থেকে আশি সকলের অতি প্রিয় গায়ক কেকে (K K)। তার এমন করুণ পরিণতির জন্য প্রস্তুত ছিলেন না তার ভক্তরা। জীবনের শেষ দিনটা পর্যন্ত তিনি তার গান ও শ্রোতাদের প্রতি সব প্রতিশ্রুতি রেখেছেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পর্যন্তও স্টেজ কাঁপিয়েছেন গান শুনিয়ে।

রবিবার জি বাংলা (Zee Bangla) তরফ থেকে আয়োজন করা হয়েছিল এভারগ্রীন মেলোডিজের। সেখানে প্রয়াত গায়ক কে কের দুবাইয়ের পারফরম্যান্স (KK’s Stage Performance On Dubai) তুলে ধরা হয়। এই পারফরম্যান্স তিনি রেখেছিলেন এক মাস আগে। দুবাইয়ের মঞ্চে বিদেশিদের সামনে তিনি শুধু হিন্দি গানই শোনাননি, কথা বলেছেন বাংলাতেও। এভাবেই গানের মাধ্যমে দেশ-বিদেশ, ভাষার ব্যবধান অনায়াসেই পেরিয়ে যেতে পারতেন কেকে।

জি বাংলা তরফ থেকে চ্যানেলের অফিশিয়াল ফেসবুকের পাতায় শেয়ার করা হয়েছে কেকের দুবাইয়ের পারফরম্যান্সের এক টুকরো ঝলক। কেকে শুধু মঞ্চে উঠে গান গাইতেন না, ভরপুর মাত্রায় বিনোদন জোগাতে তার জুড়ি মেলা ভার। গানের সঙ্গে সঙ্গে তার শরীরী ভাষা থেকে চোখ ফেরানো দায়। এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে গান গাইতেন কেকে! দেখেই মনটা ভরে যেত দর্শকদের।

এত কম বয়সে তিনি চলে যাবেন এমনটা কেউই আশা করেননি। পার্থিব জগতের মায়া কাটিয়ে পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছে তার শরীর। কিন্তু সুরের মাধ্যমে তিনি আজীবন রাজত্ব করবেন ভক্তদের মনের মধ্যে। তার জন্য ভক্তদের মনের মধ্যে যে জায়গা রয়েছে তা কেড়ে নিতে পারবে না কেউ। এই ভিডিওটি ভক্তদের চোখে আবারও জল এনে দিয়েছে।

এত অফুরন্ত যার প্রাণশক্তি, সবসময় এত প্রাণবন্ত থেকে শ্রোতাদের মন ভাল করার দায়িত্ব নিয়েছেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পর্যন্ত শরীরের সমস্ত সমস্যা উপেক্ষা করে ভক্তদের আবদার মেটানোই ছিল তার ধ্যান-জ্ঞান। কাউকে কিছু বুঝতে না দিয়েই চিরতরে চলে গেলেন কেকে। কেকের এই প্রাণবন্ত স্বভাবই রয়ে যাবে ভক্তদের মনের মধ্যে।