পার্শ্বচরিত্র ছাড়া জুটছে না! মনের মত চরিত্র না পেয়ে আক্ষেপ ‘ছোট লোকনাথ’ অরণ্যর

বাংলা টেলিভিশনের পর্দায় এমন একাধিক শিশু অভিনেতার আবির্ভাব ঘটেছে যারা তাদের অভিনয় দক্ষতার গুণে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। অথচ বয়স তাদের নেহাতই কম। সেই শিশু অভিনেতাদের মধ্যে আজ কেউ কিশোর, কেউ বা যুবক। এখনও ইন্ডাস্ট্রিতেই নিজেদের ভাগ্য পরীক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তাদেরই একজন হলেন অরণ্য রায় চৌধুরী (Aranya Roy Chowdhury)।

অরণ্যকে বাংলা টেলিভিশনের দর্শকরা ছোট লোকনাথ নামে চেনেন। জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত ‘জয় বাবা লোকনাথ’ (Joy Baba Lokenath) সিরিয়ালে ছোট্ট লোকনাথ বাবার ভূমিকাতে অভিনয় করেছিল অরণ্য। অতটুকু বয়সেই এই আধ্যাত্মিক সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিল সে। কিন্তু ‘ জয় বাবা লোকনাথ’ সিরিয়ালের পর অরণ্য যে জনপ্রিয়তা পেয়েছিল অন্যান্য সিরিয়ালে কিন্তু তেমনটা আর জোটেনি।

‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকের পর অরণ্য ‘লালকুঠি’, ’বোধিসত্ত্বের বোধবুদ্ধি’তেও অভিনয় করেছিল। বর্তমানে জি বাংলাতেই ‘রাঙ্গা বউ’ সিরিয়ালে নায়িকা পাখির ভাইয়ের ভূমিকায় অভিনয় করছে সে। তার অভিনয় বারবার নজর করলেও চরিত্রগুলো সেভাবে জনপ্রিয়তা পায় না। এই আক্ষেপ বাংলা টেলিভিশনের এই শিশু অভিনেতার মধ্যেও রয়েছে।

ছোট লোকনাথের ভূমিকাতে অভিনয় করে অরণ্য যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তা সত্যি অস্বীকার্য। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছে এই সিরিয়ালটি। সিরিয়াল শুরু হওয়ার সময় অরণ্য চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। পরে অবশ্য লোকনাথ বাবার বড় বয়সের চরিত্রে অভিনয় করেন ভাস্বর চ্যাটার্জী। তাই সিরিয়াল থেকে বাদ পড়ে অরণ্য।

পরে অন্যান্য সিরিয়ালে অভিনয় করলেও আর তেমন জনপ্রিয়তা মেলেনি। মনের মত চরিত্র না পেয়ে আক্ষেপে ভুগছে অরণ্য। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় অরণ্য তার মনের কথা বলে। লোকনাথ বেশ জনপ্রিয় ছিল। কিন্তু এই সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর আর তেমন কোনও চরিত্র তিনি পাননি।

অভিনেতা ওই সংবাদমাধ্যমের কাছে বলেছেন, “আমি চাইব যে সেই রকম একটা চরিত্র পাই যেটার মাধ্যমে ওই চরিত্রকেও টপকে যেতে পারি।” তিনি আরও বলেছেন ‘জয় বাবা লোকনাথে’র শুটিং ফ্লোর তিনি আজও মিস করেন। ওখানে সম্পূর্ণ টিমের সঙ্গে মজা করে শুটিং হত। সবাই মিলে একসঙ্গে পিকনিকে যাওয়া, ক্রিকেট ব্যাডমিন্টন খেলা হত। সেসব আজ শুধুই স্মৃতি হয়ে রয়ে গিয়েছে অরণ্যর মনের পাতায়।