পর্দায় প্রতিটা ক্ষেত্রে নিত্যনতুন রূপে ধরা দিয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত( Jisshu Sengupta)।শুধু টলিউড (Tollywood) নয় বলিউড (Bollywood), দক্ষিণী, সব ইন্ড্রাস্ট্রিতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।কিন্তু এসবের মধ্যেই হঠাৎ নতুন পথ চলা শুরু করলেন যিশু? তবে সেই নতুন পথ চলার সঙ্গে বাদ যাচ্ছে না অভিনয়।
যীশু প্রথম অভিনয়ের সুযোগ পান বাংলা মেগা ধারাবাহিক শ্রীচৈতন্য মহাপ্রভু (Sri Chaitanya Mahaprabhu) -তে, সেখানে তিনি চৈতন্য দেবের চরিত্রে অভিনয় করেন।এরপর যীশু সেনগুপ্তের একটার পর একটা সিনেমায় অভিনয় করেন।যীশু অভিনীত কিছু সাম্প্রতিক কালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি হল, মরদানি, জাতিস্মর, এক যে ছিল রাজা, জুলফিকার, উমা, ব্যোমকেশ, নৌকাডুবি ইত্যাদি।
যীশু বর্তমানে সা রে গা মা প (Sa Re Ga Ma Pa) – গানে গানে গানে তোমার মনের উপস্থাপক হিসেবে কাজ করছেন, যা জি বাংলায় সম্প্রচারিত হছে।যেখানে যীশুর সঞ্চালনা দর্শকদের মন কেড়ে নিয়েছে।কিন্তু এই সঞ্চলনার মাঝেও তাকে দেখা যায় ড্রামস বাজাতে।
এবার এই শখকেই গুরুত্ব দিল যীশু। ড্রামস বাজানোকে আরেকটি পেশার সঙ্গে যোগ করলেন যীশু। নিজেই তৈরি করে ফেললেন একটি ব্যান্ড। আর আজ থেকেই শুরু তার নতুন ব্যান্ডের সঙ্গে পথ চলা। ব্যান্ডের নামকরণ করেছেন যিশু অ্যান্ড দ্য রেট্রোডিক্সন (Jisshu And The Retrodictions) নামে।
View this post on Instagram
মঙ্গলবার সকালেই নিজের দলের একটি ছবি পোস্ট করে সকলের সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিলেন অভিনেতা। ছবিতে তাদের সবাইকে পুরোনো কায়দায় সাদা শার্ট এবং কালো প্যান্টে দেখা যাচ্ছে। ছবি দেখে স্পষ্ট তারা পুরনো দিনের গানেই জোর দিতে দেবেন। যীশুর এই দলে রয়েছে মোট ৭ জন সদস্য। যাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সারেগামাপা খ্যাত গায়ক শোভন গঙ্গোপাধ্যায়।পাশাপাশি জানিয়ে দিলেন, কোনও অনুষ্ঠানের তাদের দলকে বুক করতে হলে কোন নম্বরে ফোন করতে হবে।
আরও পড়ুন : প্রথম আলাপেই যিশু সেনগুপ্তকে চড় মেরে বসেন কাজল! কারণ জানলে চমকে যাবেন
যীশু সেনগুপ্তকে আগামী দিনে বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে ‘দ্য ট্রায়াল পেয়ার কানুন ধোঁকা’ ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে। সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। যার গল্পটা এইরকম, যীশুর কেলেঙ্কারির জন্য তার জেল হয়। তখন তার সাধারণ গৃহবধূ স্ত্রী উকিল হয়ে তার কেস লড়বেন। এখন তিনি স্বামীকে ন্যায় বিচার দেবেন নাকি শাস্তি, জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ সিরিজটি।
আরও পড়ুন : ‘আমার কেরিয়ার শেষ!’, প্রসেনজিতের পায়ে পড়ে হাউমাউ করে কেঁদেছিলেন অসহায় যিশু