এক বাড়িতে থেকেও শাশুড়ি-বৌমার মুখ দেখাদেখি বন্ধ? ফাঁস হল বচ্চন পরিবারের বড় সিক্রেট

Jaya Bachchan And Aishwarya Rai Bachchan : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির অন্যতম বহুল চর্চিত তারকা পরিবার হল বচ্চন পরিবার। এই পরিবারের প্রত্যেক সদস্যই একজন নামী তারকা। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন (Jaya Bachchan) থেকে শুরু করে অভিষেক বচ্চন (Abhishek Bachchan), তার স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) সকলেই হলেন বিনোদন দুনিয়ার নক্ষত্র। তাই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণের মনে জানার আগ্রহ থাকে প্রবল।

অমিতাভ, অভিষেক, জয়া, ঐশ্বর্য, পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়েই ইন্ডাস্ট্রির অভ্যন্তরে একাধিক কাহিনীর প্রচলন রয়েছে। বিশেষ করে ঐশ্বর্য এবং অভিষেকের বিয়ে নিয়ে রয়েছে হাজারও গুঞ্জন। শোনা যায় ঐশ্বর্যকে নাকি অভিষেকের বউ হিসেবে একেবারেই মানতে পারেননি জয়া। ছেলের বিয়ের আগে নাকি তার আপত্তি ছিল।

BACHCHAN FAMILY

যদিও শেষমেষ ছেলের ভালবাসার কাছে নিজের সিদ্ধান্ত বদলে মত পাল্টাতে বাধ্য হন জয়া। তারপর মহা ধুমধাম করে বচ্চন পরিবার ঐশ্বর্যকে বাড়ির বউ করে নিয়ে আসে। বিয়ের পর প্রথম প্রথম সবকিছু বেশ ভালই চলছিল। কিন্তু শাশুড়ি-বৌমার দ্বন্দ্ব বচ্চন পরিবারেও আছে। ঐশ্বর্যের সঙ্গে নাকি জয়ার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল বলে শোনা যায়।

বলিউডের অভ্যন্তরে এই সেলিব্রিটি শাশুড়ি-বৌমার অন্তঃকলহ নিয়ে একসময় জোরদার গুঞ্জন শুরু হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে মুখ খোলেন জয়া। তিনি খোলাখুলিই বলেন, “আমার যদি ওর (ঐশ্বর্য) বিষয়ে কিছু ভাল না লাগে, আমি তাহলে ওর মুখের উপর বলে দিই। ওর পেছনে রাজনীতি করি না। ওরও যদি কিছু অপছন্দ হয় তাহলে নিজের মনের কথা বলে দেয়।”

BACHCHAN FAMILY

জয়া আরও বলেন, “আমি নাটক করতে পারি, কিন্তু ওঁকে সম্মান করতে হয়। আসলে আমার বয়স বেশি তো সেই জন্য।” তবে তিনি অবশ্য বৌমাকে নিজের বান্ধবী বলেই মন্তব্য করেছেন। সেই সঙ্গে বলেছেন, “আমাদের বাড়ি বসে যে কোনও তুচ্ছ বিষয়ে আলোচনা করতে দারুণ লাগে। শুধুমাত্র আমরা দুজন থাকি সেই আলোচনায়। তবে ওর কাছে বেশি সময় থাকে না। ও যাই করুক না কেন আমার ভাল লাগে।”

AISHWARYA AND ABHISHEK

আরও পড়ুন : ঐশ্বর্য কেড়ে নিয়েছেন স্বামীকে, হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন অভিষেকের প্রথম স্ত্রী

একবার একটি সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, “মা আর অ্যাশ আমার বিরুদ্ধে জোট বাঁধে। আর তখন বাংলায় বকবক করতে থাকে। মা যেহেতু বাঙালি তাই বাংলা জানে। আর ঐশ্বর্য ঋতুদার (ঋতুপর্ণ ঘোষ) সঙ্গে কাজ করেছিল চোখের বালিতে। তাই এখন ও ভাল বাংলা বলতে পারে। সেজন্য ওরা আমার বিরুদ্ধে জোট বাঁধলেই বাংলায় কথা বলতে থাকে।”

আরও পড়ুন : হুবহু যেন ঐশ্বর্যের জমজ বোন! ঐশ্বর্যের ৬ ডুপ্লিকেটকে দেখলে আসল নকল চিনতে পারবেন না