‘জওয়ান’-এ মেট্রোর সেট কীভাবে তৈরি করা হয়েছে? দেখুন ছবিগ্যালারি

Jawan Movie Metro Rail Shooting Set Photoes Revealed : সারা দেশে এখন শাহরুখ খান (Shah Rukh Khan)। কেরিয়ারের এখনও পর্যন্ত বিরাট বড় হিট। শুধু তাই নয়, নিজের ছবিকেই টেক্কা দিয়ে শাহরুখ হয়ে উঠলেন ইন্ডাস্ট্রির মসিহা? ছবি মুক্তির মাত্র তিন-চার দিনের মধ্যে জওয়ান (Jawan) -র ৩৫০ কোটি ছুঁইছুই। দেশ জুড়ে যেন শুধুই এসআরকে। চারদিকে উন্মাদনা অনুরাগীদের। কিন্তু জানেন কী জওয়ানের মেট্রো সিনটা কোন মেট্রো স্টেশনে শুটিং করা? জানলে আপনিও অবাক হয়ে যাবেন।

এই জোওয়ান ছবি মুক্তি পাওয়ার আগে থেকে শাহরুখের মেট্রোতে নাচ রীতিমত ভাইরাল হয়ে উঠেছিল। মেট্রোতে শাহরুখ খানকে নাচ করতে দেখা যায় ‘বেকরার করকে হামে ইউ না যায়িয়ে’ গানে। কিং খানের ভক্তরা নানা মিমও তৈরি করে ফেলেছেন। কেউ বলছেন দিল্লি মেট্রোতে নাচছেন শাহরুখ খান। কেউ বলছেন মুম্বাই মেট্রোতে।

JAWAN

কিন্তু না। শাহরুখ এই দৃশ্যে অভিনয় করার জন্য কোনো মেট্রো স্টেশনেই অভিনয় করেননি। আপনারা জানলে হয়তো অবাক হবেন এই মেট্রো ট্রেন সহ গোটা স্টেশনটি গোটাটাই হাতে তৈরি সেট। এটি কাঠের কাঠামো দিয়ে তৈরি করেছিলেন জওয়ান টিম মেম্বাররা। এই আসলের মত দেখতে লাগা মেট্রো স্টেশনটি গোটাটাই প্রোডাকশন ডিজাইনার মুথুরাজ থাঙ্গাভেলের এবং তার টিমের পরিকল্পনা ও শ্রমের ফল।

শুনতে অবাক লাগলেও, শাহরুখের এবছরের ব্লকবাস্টার ছবির শুটিং উপলক্ষে সেটেই লেগেছে কোটি কোটি টাকা। অরিজিনাল কোনও লোকেশন নয়, বরং রীতিমতো দিনরাত পরিশ্রম করে সেট বানানো হয়েছে। শাহরুখের ছবির সেট বানাতে সময় গিয়েছে অনেক। কিন্তু, নিজেদের কাজে আজ তারা সফল। পরিচালক অ্যাটলি আগেও বলেছিলেন, পয়সার দিক দিয়ে কোনও কার্পণ্য করেননি শাহরুখ।

JAWAN

এমনকি গোটা মেট্রো সিকোয়েন্স, যাতে আগুন লাগিয়েছেন শাহরুখ- সেটি তৈরি করতে দিনরাত এক করেছিলেন নির্মাতারা। দুটি মেট্রোর বগি অনায়াসে বানিয়ে ফেললেন তারা। আসলে এদিন মুথুরাজ থাঙ্গাভেল ফেসবুকের পাতায় শেয়ার করেছেন ‘জওয়ান’-এর সেট থেকে প্রোডাকশন ওয়ার্কের এসব ছবি। ছবির ক্ষেত্রে যে কতটা মাহাত্ম রাখে সেট এবং প্রোডাকশন ডিজাইন এই ছবিগুলিই তার প্রমাণ।

আরও পড়ুন : বলিউডের এই অভিনেত্রী বক্স অফিসকে দিয়েছেন ৪০০০ কোটি টাকার সিনেমা! চমকে দেবে পরিচয়

JAWAN

আরও পড়ুন : এই রাজস্থানি রাজপ্রাসাদে বসবে রাঘব-পরিনীতির বিয়ের আসর! আয়োজন দেখলে ঘুরে যাবে মাথা

প্রসঙ্গত, জওয়ান ছবিটি শুরুর দিকে, যে ট্রাইবাল গ্রামটি দেখা গিয়েছে, সেটিকেও কিন্তু অনেকেরই সত্যি বলে মনে হয়েছে। কিন্তু সেটি নয়। মেট্রো স্টেশনটির মতন এই আদিবাসী গ্রামটাও হাতে বানানোই। দৃশ্যে দেখতে পাওয়া সেই মূর্তি থেকে থেকে গ্রামের প্রতিটা বাড়ি সাজিয়েছেন থাঙ্গাভেল সাহেব। আর এইসব ছবি দেখে রীতিমতো হাঁ হয়ে গেছে জওয়ান অনুরাগীরা।