‘শাহরুখ খান মুসলিম নয়, ওকে খুন করো’! ইসলাম ধর্মগুরুর মন্তব্যে ফুঁসছে গোটা দেশ

‘শাহরুখ খান মুসলিম নয়, ওকে খুন করে দাও!’, মৌলবীর থেকে খুনের হুমকি পেলেন শাহরুখ

Islamic Moulavi Threatened Shah Rukh Khan To Kill Him And Boycott Pathaan

টানা ৫ বছর পর বলিউডের (Bollywood) বাদশা ফিরে এসেছেন বড় পর্দায়। ২৫ শে জানুয়ারি পূর্ব নির্ধারিত সময় অনুসারে মুক্তি পেয়েছে ‘পাঠান’ (Pathaan)। এই ছবি মুক্তির আগে হাজার বিতর্ক কুড়িয়েছে। গেরুয়া বিকিনির কারণে ‘পাঠান’ বয়কটের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ। এমনকি শাহরুখ (Shah Rukh Khan) দীপিকাকে জেলের ঘানি টানানোর হুমকিও দেওয়া হয়। তবে সমস্ত বিতর্ককে ছাপিয়ে গেলেন একজন ইসলামিক ধর্মগুরু। সরাসরি শাহরুখের ‘তন ধর সে জুদা’র নিদান দিয়ে বসলেন তিনি।

পাঠান নিয়ে নানাবিধ বিতর্ক চলার মাঝে রটে যায় শাহরুখ খান নাকি একজন কাশ্মীরি। আসলে শাহরুখ একবার তার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন কাশ্মীরের সঙ্গে তার যোগসূত্রের কথা। এরপর সোশ্যাল মিডিয়াতে রটে যায় শাহরুখের আসল নাম নাকি শাহরুখ মীর। এসবের মাঝে মুম্বাইয়ের রাজা অ্যাকাডেমির ধর্মগুরু খলিল উর রহমান শাহরুখকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন।

ওই ধর্মগুরু বৃহস্পতিবার দাবি করেন শাহরুখ খান ইসলাম ধর্মাবলম্বী নন। তিনি যেহেতু ইসলামিক ধর্মাবলম্বী নন তাই শাহরুখকে খুন করার নির্দেশ দিয়েছেন তিনি। তার কথায়, “শাহরুখ খানকে নিয়ে কারও উৎসাহ থাকতেই পারে। তবে তিনি ইসলাম ধর্মাবলম্বী নন। ধর্ম মেনে চলেন না। তাছাড়া আমরা কখনোই পয়গম্বর সম্পর্কে আপত্তিকর মন্তব্য সহ্য করব না।”

ওই ধর্মগুরুর কথা জানাজানি হতেই শাহরুখ ভক্তদের মধ্যে ক্ষোভের ঝড় উঠেছে। তারা ওই ধর্মগুরুর বিরুদ্ধে পাল্টা এফআইআরের দাবি তুলেছেন। উল্লেখ্য এর আগে অযোধ্যার একজন হিন্দু পুরোহিতও শাহরুখ খানকে খুন করার হুমকি দিয়েছিলেন। ‘পাঠান’ বিতর্কের মাঝে ওই হিন্দু পুরোহিতের মন্তব্যে তোলপাড় হয়েছিল দেশ। হিন্দু পুরোহিত শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে মারার নিদান দিয়েছিলেন। এবার মৌলবী থেকেও প্রাণনাশের হুমকি পেলেন তিনি।

ওই ধর্মগুরু সরাসরি বলেছেন, ”শাহরুখ সচ্চা মুসলিম নয়, দক্ষিণপন্থী সংগঠনগুলো শাহরুখের বাড়ি যাক এবং তাঁকে গুলি করে মেরে ফেলুক।” সেই সঙ্গে অবিলম্বে ‘পাঠান’ ছবি নিষিদ্ধ করারও দাবি করেছেন তিনি। তবে বয়কটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ‘পাঠান’ নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়েছে। প্রথম দুদিনেই ১২৫ কোটি টাকা ঘরে তুলে গোটা দেশের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখের ‘পাঠান’।

প্রথম দিন ৫০ কোটি, দ্বিতীয় দিন ৭০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে পাঠান। ছবিটি বানাতে খরচ হয়েছে ২৬০ কোটি টাকা। পাঠান যে গতিতে এগোচ্ছে তাতে অনুমান করা হচ্ছে প্রথম সপ্তাহেই বাজেটের টাকা তুলে ফেলবে ছবিটি। করোনার পর শাহরুখের এই ছবিটি বলিউডকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিল। বিশ্ববাজারে এখন যেভাবে দক্ষিণের দাপট চলছে সেখানে শাহরুখের ছবিটি প্রমাণ করে দিল বলিউড এখনও ফুরিয়ে যায়নি।