২০২৪ সালেই অর্জুন কাপুরের সঙ্গে ব্রেকআপ হয়েছে মালাইকা আরোরার। দীর্ঘ বেশ কয়েক বছর লিভ ইন সম্পর্কে ছিলেন তারা। শোনা যাচ্ছিল নাকি অর্জুনের পর আবার নতুন করে প্রেমে পড়েছেন মালাইকা। এতদিনে প্রকাশ্যে এলো মালাইকার নতুন প্রেমিকের পরিচয়। তিনি আবার বিশ্ব বিখ্যাত ক্রিকেটার। ভিনদেশের তারকা ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন মালাইকা। তিনি কে জানেন?
কার সঙ্গে প্রেম করছেন মালাইকা আরোরা?
সম্প্রতি চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়েলসের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন মালাইকা। সেখানে স্টেডিয়ামে তার পাশেই দেখা গেল শ্রীলংকার প্রাক্তন ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারাকে। দুজনে পাশাপাশি বসে খেলা দেখছিলেন। সেই দেখে সোশ্যাল মিডিয়াতে পড়ে গেল হৈচৈ। সাঙ্গাকারা আর মালাইকা প্রেম করছেন, এই খবরে তোলপাড় বলিউড।
আরও পড়ুন : বিয়েতে মেলেনি দাম্পত্য সুখ, স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে সহবাস করছেন এই ৫ অভিনেত্রী
আরও পড়ুন : ভয়ংকর ‘হাসিমটো’ রোগের শিকার অর্জুন কাপুর! কী এই রোগ?
রাজস্থান রয়েলসের প্রাক্তন হেড কোচ এবং বর্তমানে ওই দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন কুমার সাঙ্গাকারা। মালাইকাকে এদিন ওই দলেরই জার্সি পরে সাঙ্গাকারার পাশে দেখা গেল। দুজন যেভাবে একসঙ্গে বসে ছিলেন এবং কথা বলছিলেন তাতে কৌতুহল বাড়ছে নেট নাগরিকদের। দুজনের মধ্যে কী কথা হলো জানতে উৎসুক সকলে। এর আগে মালাইকাকে বরাবর মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান হিসেবে পাওয়া গিয়েছে। এবার তিনি দল বদলে রাজস্থান রয়েলসের সমর্থন করছেন কি সাঙ্গাকারার কারণেই? উত্তর ক্রমশ প্রকাশ্য।