উলটপালট টিআরপিতে স্টার জলসা-জি বাংলার তুমুল লড়াই! বাংলার সেরা কে? চমকে দিচ্ছে ফলাফল

হাতে এসে গিয়েছে এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। এই সপ্তাহের ফলাফল নিয়ে গত ১ সপ্তাহ ধরেই বেশ টান টান উত্তেজনা কাজ করেছে দর্শকদের মনে। কারণ বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে গত সপ্তাহে, তার মধ্যে অন্যতম ছিল স্টার জলসার (Star Jalsha) পঞ্চমী (Panchami)। জি বাংলাকে (Zee Bangla) টেক্কা দেওয়ার জন্য স্টার জলসার নতুন দান ছিল এই পঞ্চমী। সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা প্রমাণ হয়ে গেল প্রথম সপ্তাহেই।

প্রথম সপ্তাহেই টিআরপির সেরা তালিকাতে জায়গা দখল করে নিল পঞ্চমী। রাজদীপ গুপ্ত এবং সুস্মিতা দে অভিনীত এই ধারাবাহিক পেয়েছে ৮.৪ নম্বর। সাপেদের নিয়ে এই ধারাবাহিক প্রথম সপ্তাহের টিআরপি তালিকাতে সেরা দশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে। প্রথম স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী (Jagadhatri)। তবে জগদ্ধাত্রী কিন্তু এবার বেশ চাপে পড়ে গিয়েছে।

জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালটি ৮.৬ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছে। পঞ্চমীর সঙ্গে তার নম্বরের ব্যবধান মাত্র ০.২। অর্থাৎ আরেকটু হলেই জগদ্ধাত্রীকে টপকে প্রথম সপ্তাহেই প্রথম স্থান দখল করে নিত এই সিরিয়ালটি। অন্যদিকে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিও বেশ ভালই ফলাফল করেছে। অনুরাগের ছোঁয়া ৮.০ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

গৌরী এলো ৭.৮ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। খেলনা বাড়ি এবং নিম ফুলের মধু, জি বাংলার এই দুটি ৭.৭ নম্বর নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। অর্থাৎ সেরা পাঁচে কিন্তু স্টার জলসা এবং জি বাংলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে স্লট দখলের। ষষ্ঠ স্থান গাঁটছড়া এবং ধূলোকণা একসঙ্গে জায়গা দখল করে নিয়েছে। এই দুই ধারাবাহিক ৭.১ নম্বর পেয়েছে।

উল্লেখ্য, এই সপ্তাহে ধূলোকণা সিরিয়ালের অন্তিম সপ্তাহ ছিল। গত রবিবার সিরিয়ালের অন্তিম সম্প্রচার হয়েছে। শেষ সপ্তাহেও ভালই ফলাফল ছিল ধূলোকণার। স্টার জলসার এই সিরিয়ালটির ভাল টিআরপি থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের বহু আগেই বন্ধ করে দেওয়া হল। তবে শেষ সপ্তাহে স্লট লিডার হতে পারেনি ধূলোকণা। টেক্কা দিয়ে বেরিয়ে গিয়েছে নিম ফুলের মধু।

আলতা ফড়িং ৭.০ নম্বর নিয়ে সপ্তম স্থানে রয়েছে। এক্কাদোক্কা ৬.৫ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে। নবম স্থানে রয়েছে মিঠাই। ৬.৪ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। সাহেবের চিঠি ৬.৩ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে। এই সপ্তাহে লক্ষ্মী কাকিমা সুপারস্টারের নম্বর ছিল ৬.২। পঞ্চমী আসার আগেই সিরিয়ালটির স্লট বদলে দেওয়া হয়েছে।