Indian Movies That Were Banned In Pakistan : পাকিস্তান (Pakistan) -র সিনেমা হলগুলোতে সম্প্রতি বলিউড (Bollywood) -র ফ্যান্টম সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের সেন্সর বোর্ড। কিন্তু এই প্রথম নয়। এর আগেও বলিউডের অনেক সিনেমাকে দেশটিতে এন্ট্রি দেয়নি পাকিস্তান। কোনোটার ওপর অভিযোগ ছিল দেশদ্রোহিতার, কোনোটাকে আবার বলা হয়েছে অশালীন। চলুন জেনে নিই এই তালিকায় কোন কোন ছবি আছে।
গদর (Gadar) : বলিউডের অন্যতম ছবি হলো গদর। এই ছবিতে সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন আমিশা প্যাটেল। কিন্তু এই ছবিও পাকিস্থানে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। কারন এই ছবিতে ভারত পাকিস্থানের বিবাদ প্রকাশ্যে এসেছিল। এছাড়াও এই ছবিতে দেখানো হয়েছিল পাকিস্তানে ঢুকে পাকিস্তানিদের পিটিয়েছে তারা সিং। এই কারণেই পাকিস্তান সরকার এই ছবিটি নিষিদ্ধ করেছিল।
ভাগ মিলখা ভাগ (Bhaag Milkha Bhaag) : মিলখা সিংয়ের জীবন নিয়ে সিনেমা। ফলে ব্যান করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু পাকিস্তান সিনেমাটিকে সেদেশে মুক্তি পেতে দেয়নি। ভারত-পাকিস্তান দেশভাগের সময় মিলখা সিংয়ের পরিবারকে পাকিস্তানে মেরে ফেলা হয়। ছবিতে দেখানো হয় সেই সব সিন। সমস্যা করে সেই সিনগুলোই।
লক্ষ্য (Lakshya) : বলিউডে যত রকম যুদ্ধ নিয়ে ছবি তৈরি হয়েছে তার মধ্যে লক্ষ্য অন্যতম। এই ছবিটি কারগিল যুদ্ধ অবলম্বনে তৈরি। ছবিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন এবং প্রীতি জিনতা। এই ছবিতে দেখানো হয় এই যুদ্ধে পাকিস্তানকে চরম পরাজয় বরণ করতে হয়। আর সেই কারণেই পাকিস্তানে ছবিটি নিষিদ্ধ করা হয়।
বেবি (Baby) : ভারতীয় সিনেমার স্পাই থ্রিলারগুলোর মধ্যে সবচেয়ে প্রশংসিত ছবিগুলো মধ্যে নাম রয়েছে এই ছবির। মুখ্য ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অনুপম খের, রানা দাগ্গুবতি, তাপসী পান্নু ও ড্যানিকে। এই ছবিটিও পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল।
ফ্যান্টম (Phantom) : এই ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খান ও ক্যাটরিনা কাইফ। ছবিটি মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদকে নিয়ে তৈরী করা হয়েছে। আর এই ছবির গল্পে দেখানো হয়েছে সাইফ আলি খান পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীকে হত্যা করে। আর সেই কারণেই এই ছবিকে দেশবিরোধী ছবি আখ্যা দিয়ে পাকিস্থানে নিষিদ্ধ করেছিল।
প্যাডম্যান (Padman) : মহিলাদের মাসিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই ছবি নির্মাণ করা হয়েছিল। ছবিতে অক্ষয় কুমার, রাধিকা আপ্তে, সোনাম কাপুরকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু সমালোচকদের প্রশংসা পাওয়ার পরেও ভারতে ছবিটিকে প্রতিবাদের মুখে পরতে হয়েছিল। আর প্রতিবেশী দেশ পাকিস্তানে ছবিটি নিষিদ্ধ করা হয়েছিল।
নীরজা (Neerja) : বলিউডের সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিগুলোর মধ্যে অন্যতম হলো নীরজা। আর এই ছবিতে অভিনয় করেছিলেন সোনম কাপুর। ১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর, লিবিয়ান-সমর্থিত আবু নিদাল সংস্থা দ্বারা পাকিস্তানের করাচিতে প্যান অ্যাম ফ্লাইট ৭৩ হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছিল। যে কারণে পাকিস্তানে ছবিটি নিষিদ্ধ করা হয়।
রাজি (Raazi) : এই ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। এটি একটি স্পাই থ্রিলার ছবি। আর এই ছবিতে একজন ভারতীয় RAW এজেন্টের সত্য ঘটনা দেখানো হয়েছে। আর এই গল্পে নায়ক একজন পাকিস্তানি সেনা অফিসারকে বিয়ে করে। তারপর দেশদ্রোহীদের শিক্ষা দেয়। যার জন্য এই ছবিটিও নিষিদ্ধ হয় পাকিস্তানে।
হায়দার (Haider) : কাশ্মীরের গল্প নিয়ে এই ছবি তৈরী হয়েছিল। আর এই ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ কাপুর ও টাবু। আর এই ছবিতে ভারতের প্রতি কাশ্মীরিদের ভালোবাসা দেখানো হয়েছিল। সেই কারণেই পাকিস্তান সরকার তাদের দেশে ছবিটি নিষিদ্ধ করে দেয়।
মুলক (Mulak) : মুলক ছবিতে অভিনয় করেছিলেন ঋষি কাপুর ও তাপসী পান্নু। আর এই ছবিতে মুসলমানদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছে। আর এই সন্ত্রাসের বিরুদ্ধে ভারত ও পাকিস্তান উভয় দেশেই লড়াই করেছিলো। কিন্তু ছবিটি পাকিস্তান নিষিদ্ধ করে।
আরও পড়ুন : বউয়ের পেট দেখিয়ে বাঙালি সংস্কৃতির অপমান! সুপারস্টার জিতকে ছিঃ ছিঃ করছে নেটপাড়া
রঞ্জনা (Raanjhanaa) : এটি কোনো দেশ বিরোধী বা সন্ত্রাস বিরোধী ছবি নয়। এই ছবিটি মূলত রোমান্টিক-ড্রামা ভিত্তিক গল্প। আর এই ছবিতে অভিনয় করেছিলেন ধানুশ এবং সোনম কাপুর। ছবিটি নিষিদ্ধ করার এক অদ্ভুত কারণ আছে। সেটি হল ছবিটিতে সোনমের গ্ল্যামারাস চিত্রায়নের কারণে ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ করা হয়।
আরও পড়ুন : মদ-সিগারেট সঙ্গে মোটা মাইনে! গোবিন্দার ছবিতে এই বাঁদরের মাইনে ছিল গোবিন্দার থেকেও বেশি