আম্বানি নয়, বিশ্বের সবচেয়ে দামী বাড়ির মালিক এই ভারতীয়, দাম শুনলে আঁতকে উঠবেন

Indian Buisness Tycoon Pankaj Oswal Buy Most Expensive House In Switzerland : ছোট্ট একটা গ্রাম। মায়াবী প্রাকৃতিক পরিবেশে মোড়া যেন এক স্বর্গরাজ্য। এখানেই রয়েছে বিশ্বের অন্যতম দামি বাড়ি। আর সেই বাড়ির মালিক একজন ভারতীয়। বাড়িটির জানালা খুললেই দেখা যাবে অসাধারণ মঁ ব্লাঁ এর শৃঙ্গ। আল্পসের কোলে ৪.৩ লক্ষ বর্গফুটের এই বাড়িটার দাম জানেন কত?

সদ্য প্রবাসী ভারতীয় কোটিপতি পঙ্কজ ওসওয়াল (Pankaj Oswal) এবং তার স্ত্রী রাধিকা রাজপ্রাসাদ সম এই সুন্দর বাড়ির মালিক। তাদের নতুন বাড়ির ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন সুইস গ্রাম জিনজিনকে। যা জেনেভা শহর থেকে ১৫ মিনিটের দূরত্বে রয়েছে। বাড়িটির দাম ১,৬৪৯ কোটি টাকা।

Indian Buisness Tycoon Pankaj Oswal Buy Most Expensive House

বাড়িটির অন্দরসজ্জা তাক লাগিয়ে দেওয়ার মতো। দামি দামি আসবাবপত্রসহ বাড়ির একাধিক জায়গায় রয়েছে সুন্দর ফোয়ারা। এছাড়াও রয়েছে সূক্ষ্ম তারের কারুকার্য। অনেকটা দেখতে গয়নার মতো। এই বাড়িটিতে আগে থাকতেন গ্রিক জাহাজ সংস্থার মালিক অ্যারিস্টটল ওনাসিসের মেয়ে ক্রিস্টিনা ওনাসিস। তিনি বাড়িটি বিক্রি করে দেওয়ার পর তা কিনে নেন পঙ্কজ ওসওয়াল।

গত ১০ বছর ধরে সুৎজারল্যান্ডে বসবাস করেন পঙ্কজ ও তার স্ত্রী রাধিকা। তাদের দুই মেয়ে বসুন্ধরা ও রিড্ডি তাদের সঙ্গে থাকেন। যদিও সুইজারল্যান্ডের এই একটা বাড়ি নয়। কোটিপতি ব্যবসায়ী পঙ্কজের গোটা বিশ্বজুড়ে এরকম বেশ কয়েকটা বাড়ি রয়েছে।  এছাড়াও ওসওয়াল পরিবারের দখলে রয়েছে একটি প্রাইভেট জেট, স্পোর্টস কার ল্যাম্বরগিনি ও বেন্টলে । রয়েছে একটি জলযানও। তবে তার মধ্যে অত্যন্ত স্পেশাল সুইজারল্যান্ডের এই বাড়ি।

Indian Buisness Tycoon Pankaj Oswal Buy Most Expensive House

কোটিপটি ব্যবসায়ী পঙ্কজ ওসওয়াল হলেন কোটিপতি ব্যবসায়ী অভয় কুমার ওয়সওয়ালের ছেলে। অভয় কুমারের মৃত্যু হয়েছে ২০১৬ সালে। এদিকে, বর্তমানে ওসওয়াল গ্রুপ গ্লোবালের মালিক হচ্ছেন পঙ্কজ।তারপর ধীরে ধীরে নিজের ব্যবসার পরিধি বাড়াতে থাকেন।

Indian Buisness Tycoon Pankaj Oswal Buy Most Expensive House

আরো পড়ুন : বাস কন্ডাকটরি করে চলত না পেট, রজনীকান্তের ঘুরে দাঁড়ানোর গল্প সিনেমার থেকে কম নয়

এখন রিয়েল এস্টেট, পেট্রোকেমিক্যাল, সার থেকে খনি শিল্প, বহু জায়গাতেই তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। শুধু ভারত নয়, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সুইজারল্যান্ড সহ বিশ্বের বহু দেশেই রয়েছে ব্যবসায়িক আধিপত্য। মোট কথা পঙ্কজ ওসওয়াল এবং তার স্ত্রী রাধিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলারেরও বেশি।

আরো পড়ুন : হাজার কোটির সম্পত্তিতে থাকেন ঠাটবাটে, মুকেশ আম্বানির থেকেও বিলাসবহুল এই অভিনেতার জীবন