অভিনয় ছেড়ে গড়েছেন ৩৩০০ কোটির সম্পত্তি, ‘রোজা’ ছবির নায়ক এখন কি করেন জানেন?

৩০ বছরে ৩৩০০ কোটির সম্পত্তি গড়েছেন, অভিনয় ছেড়ে ‘রোজা’ ছবির নায়ক এখন কি করেন জানেন?

Riya Chatterjee

Published on:

Where Is Roja Movie Fame Actor Arvind Swamy : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকার আবির্ভাব ঘটেছে যারা কেবল একটি কিংবা দুটি ছবিতেই অভিনয় করেছেন। কম ছবিতে অভিনয় করলেও তারা চিরস্থায়ীভাবে ছাপ ফেলে দেন দর্শকদের মনের মধ্যে। কিন্তু ধুমকেতুর মত ছিল তাদের আবির্ভাব। কিছু সময় পরই তারা কোথায় যেন হারিয়ে যান। এমনই একজন অভিনেতা ছিলেন অরবিন্দ স্বামী (Arvind Swamy)

এই অভিনেতা একসময় সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নামী তারকা ছিলেন। তাকে রজনীকান্ত এবং কামাল হাসানের উত্তরসূরী বলা হত ইন্ডাস্ট্রিতে। ৯০ এর দশকে তিনি দক্ষিণের অনেক সুপারহিট ছবিতে কাজ করেছেন। সেই সঙ্গে বলিউডেও ‘রোজা’ (Roja) -র মত ছবি করেছেন তিনি। তিনি প্রায় সব ভাষাতেই কাজ করে ফেলেছেন। কিন্তু মাঝপথে তিনি অভিনয় ছেড়ে অন্য পেশা নিয়ে নেন।

Arvind Swamy

১৯৯১ সালে মাত্র ২০ বছর বয়সে মনিরত্নামের পরিচালনায় ‘স্থলপতি’ (Sthalpati) ছবিতে রজনীকান্তের সঙ্গে মহাভারতের অর্জুন চরিত্রে অভিনয় করে কেরিয়ার শুরু করেন অরবিন্দ স্বামী। এরপর ১৯৯২ সালে তিনি রোজা ছবিতে অভিনয় করেন। কিছু সময়ের ব্রেক নিয়ে তিনি উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্যে মাস্টার ডিগ্রি অর্জন করেন। তারপর আবার ১৯৯৫ সালে মনীষা কৈরালার বিপরীতে ‘বোম্বে’ ছবিতে অভিনয় করেন।

রোজা এবং বম্বে ছবি দুটির জন্য জাতীয় স্তরে পুরস্কারও পেয়েছিলেন অরবিন্দ স্বামী। এছাড়াও তিনি আরও বেশ কিছু সুপারহিট ছবিতে অভিনয় করেন। তবে ৯০ এর দশকের শেষের দিকে তার ছবিগুলি আর সেভাবে চলছিল না। একের পর এক ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছিল তাকে। ঠিক এই সময়ে তিনি অভিনয় ছেড়ে নিজেদের পারিবারিক ব্যবসার দিকে মন দেন।

Arvind Swamy

২০০০ সালে অভিনয় জগতকে চিরতরে বিদায় জানিয়ে অরবিন্দ ব্যবসার কাজ শুরু করেন।  ভিডি স্বামী অ্যান্ড কোম্পানি (VD Swamy & Company) এবং ইন্টারপ্রো গ্লোবাল (Interpro Global) নামের দুটি সংস্থার মালিক তিনি। তিনি ব্যবসায়ের কাজে মন দিতেই খুব তাড়াতাড়ি তাদের সংস্থা উন্নতি করতে শুরু করে। এরপর তিনি ট্যালেন্ট ম্যাক্সিমাস (Talent Maximus) নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করেন যে সংস্থা ভারতের বেতন প্রক্রিয়াকরণ এবং অস্থায়ী কর্মী নিয়োগের সঙ্গে যুক্ত ছিল।

Arvind Swamy

আরো পড়ুন : ধারেকাছে নেই আলিয়া-ঐশ্বর্য, দীপিকা পাড়ুকোন বছরে কত টাকা আয় করেন জানেন?

কিন্তু আচমকাই ২০০৫ সালে তার একটি বড় দুর্ঘটনা ঘটে যায়। তিনি প্রায় চার থেকে পাঁচ বছর প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি থেমে যাননি। ২০১৩ সালে তিনি ‘কাডাল’ নামের ছবিতে অভিনয় করেন। ২০২২ সালে তার প্রতিষ্ঠিত ট্যালেন্ট ম্যাক্সিমাসের আয় ছিল ৪১৮ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় সংখ্যাটা ৩৩০০ কোটি টাকা।

আরো পড়ুন : স্নানরতা মাকে দেখলে ‘কামাতুর’ হন, বুকের গড়ন দেখে নায়িকাদের কাস্ট করতেন রাজ কাপুর