বিশ্বমঞ্চে বাংলার জয়জয়কার, বাঙালি তারকাদের হাত ধরে একের পর এক পুরস্কার পেল বাংলা

IIFA Award 2023 : সদ্য অনুষ্ঠিত হয়ে গেল ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যে অনুষ্ঠানের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। বিনোদনের দুনিয়ার তারকাদের সম্মান প্রদর্শনের জন্য এই অনুষ্ঠান মঞ্চের আয়োজন করা হয়ে থাকে। এই বছর আবুধাবিতে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। বলিউড (Bollywood) থেকে তাবড় তাবড় তারকারা উপস্থিত হয়েছিলেন সেখানে।

সালমান খান (Salman Khan) থেকে শুরু করে ভিকি কৌশল (Viki Kaushal), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandes), অভিষেক বচ্চন (Abhishek Bachchan) -রা এদিন হাজির হয়েছিলেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে। বলতে গেলে বলিউড তারকাদের উপস্থিতিতে যেন চাঁদের হাট বসেছিল সেখানে। নাচে, গানে, হাসিমজায় একটা দারুণ দিন তারা উপহার দিয়েছেন দর্শকদের। সেই সঙ্গে বাছাই করা তারকাদের হাতে উঠেছে বিশেষ পুরস্কার।

IIFA AWARD 2023

এই বছর কে কে পেলেন বিশেষ আইফা পুরস্কার? এক নজরে দেখে নিন সেই তালিকা। এই বিজয়ীদের তালিকায় আসলে বাঙালিদের জন্য রয়েছে একটা দারুণ চমক। বাংলার মেয়ে মৌনি রায় (Mouni Roy) পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হওয়ার পুরস্কার পেয়েছেন। সেই সঙ্গে অনিল কাপুরও পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা হওয়ার পুরস্কার পেয়েছেন।

এছাড়া সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন আর মাধবন। তিনি ‘রকেট্রি দ্য নাম্বী এফেক্ট’ ছবির পরিচালনার জন্য এই পুরস্কার পেয়েছেন। এছাড়া সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন ইরফান খানের পুত্র বাবিল খান। ‘কালা’ ছবির দরুণ তিনি এই পুরস্কার পেয়েছেন। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন শান্তনু মাহেশ্বরী।

IIFA AWARD 2023

অন্যদিকে সেরা নবাগতা অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন খুশিলী কুমার। ধোকা অ্যারাউন্ডেড দ্য কর্নার ছবির জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। আর সেরা প্লেব্যাক বিভাগে পুরস্কার দিতেছেন দুই বাঙালি তারকা, শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) এবং অরিজিৎ সিং (Arijit Singh)। সেরা সংগীত পরিচালক এবং সেরা গীতিকার হিসেবে পুরস্কার পেয়েছেন আরও দুই বাঙালি।

IIFA AWARD 2023

আরও পড়ুন : কেমন দেখতে পতৌদি নবাব প্যালেসের অন্দরমহল? ঘুরে দেখালেন সেইফ আলি খান

সেরা সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন প্রীতম ও সেরা গীতিকার বিভাগে পুরস্কার পেয়েছেন অমিতাভ ভট্টাচার্য। সেরা ছবির পুরস্কার পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি। অন্যদিকে কমল হাসানকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন ভিকি কৌশল এবং অভিষেক বচ্চন।

আরও পড়ুন : ৪০ বছরে আমুল বদলেছে চেহারা, পদ্মিনী কোলাপুরিকে এখন কেমন দেখতে হয়েছে দেখুন