মৃত্যুর সঙ্গে লড়ছে মেঘ, নীলকেই ফাঁসিয়ে দিল ময়ূরী! ‘ইচ্ছে পুতুল’ দেখে ফুঁসছেন দর্শকরা

বেশ কয়েকবার স্লট বদল হলেও ইচ্ছে পুতুলের (Icche Putul) জনপ্রিয়তা কিন্তু নেহাত কম নয়। বিশেষ করে মেঘ এবং তার বাবার কথোপকথনের দৃঢ়তা বেশ ভালই আকৃষ্ট করে সাধারণ মানুষকে। তবে যে মেঘ বাবার প্রাণ পাখি, সেই মেঘ এখন লড়ছে মৃত্যুর সঙ্গে। তাহলে কি মেঘের মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে জি বাংলার (Zee Bangla) ইচ্ছা পুতুল?

ইচ্ছে পুতুল ধারাবাহিকটি মূলত তৈরি হয়েছিল দুই বোনের ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে। তবে আর পাঁচটা ধারাবাহিকের থেকে এই ধারাবাহিকটি বেশ অনেকটাই আলাদা কারণ এই সিরিয়ালের গল্পটি বেশ অন্যরকম ভাবে সাজানো হয়েছে। মেঘের মতাদর্শ দেখে যেন মন ভরে যায়। কিন্তু সেই মেঘ এখন রয়েছে মৃত্যু শয্যায়।

ICCHE PUTUL

গিনিকে রুপের হাত থেকে বাঁচানোর পর এখন ময়ূরীর পাশাপাশি রুপও হয়ে দাঁড়িয়েছে মেঘের শত্রু। মেঘের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পরে লাগে তারা। মেঘ এবং জিষ্ণু যে রিসোর্টে ফাংশনের জন্য যায় সেই রিসোর্টে আগে থেকেই সব ব্যবস্থা করে রাখে রুপ। ওয়েলকাম ড্রিংকের আড়ালে মেঘকে দেওয়া হয় মদ আর মেঘ সেটা খেয়ে স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে। জিষ্ণু এবং মেঘকে একঘরে অশালীন অবস্থায় দেখে সেখানে দাঁড়িয়ে থাকা রিপোর্টার মেঘের সম্পর্কে কুরুচিকর আর্টিকেল লেখে খবরের কাগজে।

বাড়িতে এসে মেঘের বাবা-মা মেয়েকে সামলানোর চেষ্টা করলেও মেঘ মানসিক দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়ে। এইরকম পরিস্থিতির মোকাবিলা সে কি করে করবে বুঝতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এদিকে মেঘ যখন বাথরুমে ঘুমের ওষুধ খেয়ে হাতের শিরা কেটে নেয় ঠিক তখনই নীল মেঘের বাবাকে ফোন করে এবং জানায় তার খুব ভয় করছে। নীলের কথায় প্রথমে পাত্তা না দিলেও মেঘের বাবা কিছুটা চিন্তিতভাবেই মেঘের ঘরে আসে এবং দরজা খুলে দেখে ঘরে শুধু শুয়ে রয়েছে মেঘের মা। কোথাও মেঘ নেই।

ICCHE PUTUL

বাথরুমের দরজা ধাক্কাধাক্কি করার পর যখন জানা যায় মেঘ সুইসাইড করার চেষ্টা করেছে তখন হতভম্ব হয়ে যান মেঘের বাবা-মা। ঠিক সেই সময় সেখানে এসে পড়ে ময়ূরী। প্রথমে কিছুটা ভয় পেয়ে গেলেও সে পরে অ্যাম্বুলেন্স ডেকে আনে মেঘের জন্য। কিন্তু হাসপাতালে ভর্তি করানো হলেও ডাক্তাররা বলেন মেঘের বাঁচার ইচ্ছা একেবারেই নেই। এই কথা শুনে ভীষণভাবে ভেঙে পড়ে মেঘের বাবা মা।

আরও পড়ুন : ‘অমানুষ’ পরাগকে উপযুক্ত শিক্ষা দেবে শিমুল, টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

ICCHE PUTUL

আরও পড়ুন : ‘টাকা আর শোওয়া’ ছাড়া কাজ মেলে না! বাংলা সিরিয়ালের সব সিক্রেট ফাঁস করলেন ‘ইচ্ছে পুতুলে’র জিষ্ণু

ঠিক সেই সময় সেখানেই আসে নীল এবং লাল। নীলকে দেখে মেঘের বাবা ভীষণভাবে রেগে যান এবং তাকে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু নীল বলে সে সেখানেই দাঁড়িয়ে থাকবে কোথাও যাবে না। মেঘের বাবা বলেন, মেঘের এই বিপদের জন্য যদি কোনো রক্তের সম্পর্কের মানুষও দায়ী থাকে তাহলেও তাকে ছাড়বেন না তিনি। মেঘের সুস্থতা বা অসুস্থতার ওপরই এখন দাঁড়িয়ে রয়েছে গোটা গল্প। আগামী পর্বে জানা যাবে কোন দিকে মোড় নিতে চলেছে ইচ্ছে পুতুলের গল্প।