‘টাকা আর শোওয়া’ ছাড়া কাজ মেলে না! বাংলা সিরিয়ালের সব সিক্রেট ফাঁস করলেন ‘ইচ্ছে পুতুলে’র জিষ্ণু

কাস্টিং কাউচ থেকে প্রতারণা! বাংলা সিরিয়ালের সব ডার্ক সিক্রেট ফাঁস করে দিলেন ‘ইচ্ছে পুতুলে’র জিষ্ণু

‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) সিরিয়ালের জিষ্ণু সেন ওরফে শমীক চক্রবর্তীকে (Shamik Chakraborty) বলতে গেলে বাংলা সিরিয়ালের দর্শকরা এখন সকলেই চেনেন। তার হ্যান্ডসাম চেহারা এবং অভিনয় কার্যত সিরিয়ালের নায়ককে ছাপিয়ে গিয়েছে। দীর্ঘ বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন শমীক। ভালো-খারাপ দুই অভিজ্ঞতাই রয়েছে তার ঝুলিতে। সম্প্রতি একটি ইউটিউব পডকাস্টে ইন্ডাস্ট্রির সব ডার্ক সিক্রেট ফাঁস করে দিলেন শমীক।

অভিনেতার কথায় উঠে এসেছে কাস্টিং কাউচ থেকে গডফাদারদের উপস্থিতি এবং প্রতারণার কথা। বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিতে নতুন, তাদের অনেককেই এই সমস্যার মুখে পড়তে হয়। অভিনেতা সরাসরিই বলেছেন, ছেলেদের ক্ষেত্রে প্রধানত টাকা ও মেয়েদের ক্ষেত্রে ‘শোওয়া’, এই দুটোর চল রয়েছে। তবে যাদের মধ্যে সত্যিই অভিনয় করার খিদে ও প্রতিভা রয়েছে তারা এসব চক্র থেকে নিজেদের রক্ষা করতে পারেন।

Shamik Chakraborty

আসলে ইন্ডাস্ট্রির প্রোডিউসার কিংবা গডফাদাররা কখনও কোনও আর্টিস্টকে জোর করেন না। তারা শুধু প্রস্তাব দেন। শমীক নিজের চোখে এমন অনেককেই দেখেছেন যারা সেসব প্রস্তাবে সায় দিয়ে গাড়ি-বাড়ি করে নিয়েছেন। শমীককেও একবার প্রচুর টাকার অফার দিয়ে একটি বিখ্যাত কোম্পানির তরফ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিয়ে এমনই শর্ত দেওয়া হয়। তবে অভিনেতা নিজের উপরেই বিশ্বাস রেখেছেন। তিনি মাথা নত করেননি।

এছাড়া তার এই সাক্ষাৎকারের মধ্যে উঠে এসেছে বর্তমান ইন্ডাস্ট্রির হাল হকিকত। তিনি জানাচ্ছেন এখন ইনস্টাগ্রামের ফলোয়ার্সের বিচারে আর্টিস্ট নির্বাচন করা হয়। কিছুদিন আগে যেমন আড্ডা টাইমসের একটি প্রজেক্টে মীর আফসার আলীর সঙ্গে অভিনয়ের সুযোগ পান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মন্টি রায়। এতে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। শমীক স্বীকার করেছেন অভিনয় নয়, এখন অনেক ক্ষেত্রেই জনপ্রিয়তার বিচারেই অভিনেতা এবং অভিনেত্রীদের নির্বাচন করা হয় প্রাথমিক শর্ত হিসেবে।

Shamik Chakraborty

জনপ্রিয়তার পাশাপাশি অভিনেতা হওয়ার ক্ষেত্রে চেহারাটাও গুরুত্বপূর্ণ। আবার এমনও অনেক ক্ষেত্রে হয়েছে অভিনয় করতে করতে যদি নির্মাতাদের মনে হয় দর্শকের পছন্দ হচ্ছে না সেই অভিনেতাকে, তাহলে রাতারাতি তাকে সিরিয়াল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তবে অভিনেতারা নিজে থেকে সিরিয়াল ছাড়তে পারবেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে কনট্রাক্ট। তাতে বেশ মোটা অংকের ক্ষতিপূরণ দেওয়ার উল্লেখ থাকে।

আরও পড়ুন : “পরম-অনুপমও কারও না কারও প্রাক্তন!” সব কটাক্ষের জবাব দিলেন পিয়া চক্রবর্তী

Shamik Chakraborty

আরও পড়ুন : ‘জল থৈ থৈ ভালোবাসা’তে আর দেখা যাবে না ‘কোজাগরী’কে! আচমকাই সিরিয়াল ছাড়লেন অপরাজিতা

শমীক তার সাক্ষাৎকারে অভিনেতা এবং অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়েও কথা বলেছেন। সাধারণত যারা সদ্য পা রাখছেন অভিনয়ে তারা মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা উপার্জন করতে পারেন। সিরিয়াল হিট হলে অনেকেই পারিশ্রমিকের অংকটা বেশ কয়েক গুণ বাড়িয়ে নেন। আর কৌশিক সেন, খরাজ মুখার্জী থেকে পরান বন্দ্যোপাধ্যায়দের মত যারা সিনিয়র আর্টিস্ট তারা কার্যত নায়ক-নায়িকার থেকেও বহু গুণে বেশি মাইনে পান সিরিয়ালের জন্য। আর ঠিক কী কী বলেছেন শমীক? জানতে হলে দেখে নিন পডকাস্টের এই ভিডিওটি।