কুকুরেও দেখে না হৃত্বিকের সিনেমা! ভাইজানের কথা শুনে সলমনকে ধুয়ে দিয়েছিলেন হৃত্বিক

বলিউড (Bollywood) স্টারদের মধ্যে সম্পর্ক নাকি ভাল হয় না। উপর উপর তারা যতই বন্ধুত্বের সম্পর্ক দেখানোর চেষ্টা করুন না কেন, অন্তরে অন্তরে রেষারেষিটা ঠিকই চলতে থাকে। এমনটা করতে গিয়ে অনেক সময়ই প্রকাশ্যে বিতর্কে জড়িয়ে পড়েছেন তারকারা। ভরা মঞ্চে একে অপরকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছেন। যেমনটা করেছিলেন সালমান খান (Salman Khan)। বলিউড ভাইজানের সঙ্গে হৃত্বিক রোশনের (Hrithik Roshan) সম্পর্ক বিশেষ ভালো নয়। তবে সালমান হৃত্বিকের সম্পর্কে যতই কটু কথা বলুন না কেন, হৃত্বিক কিন্তু নিজের সৌজন্য ত্যাগ করেননি।

২০০০ সালে বাবার হাত ধরে ‘কহো না পেয়ার হে’ ছবিতে আত্ম প্রকাশ করেছিলেন হৃত্বিক। প্রথম ছবিতেই তিনি নিজেকে প্রমাণ করেন। নাচ, অভিনয় এবং হ্যান্ডসাম চেহারার জন্য রাকেশ রোশনের পুত্রকে বরণ করে নিয়েছিল বলিউড। তবে সালমান খান হৃত্বিককে বিশেষ সহ্য করতে পারেন না। হৃত্বিককে অপদস্ত করার একটা সুযোগও তিনি হাতছাড়া করেননি। একবার একটি ছবির প্রচার চলাকালীন প্রকাশ্যেই তিনি বলিউডের গ্রিক গডের দিকে কটাক্ষ ছুঁড়ে দেন।

সেই সময় একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান। কথা প্রসঙ্গে তিনি হৃত্বিক রোশনের ২০১০ সালের ‘গুজারিশ’ ছবিটির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “এই ছবি চলাকালীন হলে মাছি উড়ছিল, কিন্তু কোনও মশা দেখতে যায়নি, আরে, কোনও কুকুর যায়নি”। এখানেই শেষ নয়। সালমানের পর তার ভাই সোহেলও হৃত্বিককে ব্যঙ্গ করেন। তখন ২০১৬ সাল। মুক্তি পাওয়ার মুখে ‘ফ্রিকি আলি’। এই ছবির পরিচালনা করেছিলেন সোহেল খান। অভিনয়ে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সেই সময় নওয়াজকে প্রশ্ন করা হয়, “আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে নাচের জুতো পরা কতটা কঠিন ছিল?”

প্রশ্নটা নওয়াজকে করা হলেও তার জবাব দেন সোহেল। তিনি হৃতিককে ব্যঙ্গ করে বলেন, “নওয়াজ ভাই যদি তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেন তবে তিনি সহজেই হৃত্বিক রোশন যা করেন তা করতে পারেন‌। কিন্তু হৃত্বিক ১০ বছর ধরে কাজ করলেও তিনি নওয়াজ যা করেন তা করতে পারবেন না।” তবে এত অপমানের পরেও হৃত্বিককে কখনও সালমান কিংবা তার ভাই সোহেল সম্পর্কে কোনও কটু মন্তব্য করতে শোনা যায়নি। তবে তিনি নিজের মতো করে যে জবাব দিয়েছেন তাতে তিনি ভক্তদের মন জয় করে নিয়েছেন।

কটাক্ষের পরিপ্রেক্ষিতে সালমান এবং তার পরিবারের প্রতি হৃত্বিকের জবাব, “আমি সবসময় সালমানকে একজন ভাল মানুষ বলে মনে করেছি, যাকে আমি দেখেছি এবং প্রশংসা করেছি এবং এখনও করি। তিনি সবসময় একজন নায়ক ছিলেন এবং সবসময় থাকবেন। তবে হ্যাঁ, একজন ফিল্মমেকারের বক্স অফিস কালেকশন আপনার কাছে না থাকার কারণে তাকে নিয়ে হাসা বা ঠাট্টা করা বীরত্বপূর্ণ নয়। আমি মনে করি না একজন অভিনেতা কখনো অহংকারী হওয়া উচিৎ। আপনি যখন সুপার সফল হন, তখন আপনাকে সহৃদয় এবং প্রেমময় হতে হবে, যাতে আপনিও মানুষের কাছ থেকে সেই ভালবাসা পেতে পারেন”।