Salman Khan charge for Bigg Boss : বলিউড (Bollywood) অভিনেতা সালমান খান (Salman Khan) -র টেলিভিশনে ডেবিউ হয়েছিল বিগ বস (Big Boss) রিয়েলিটি শোয়ের হাত ধরে। বছরের পর বছর সালমান নিজের কাঁধে একাই টেনে নিয়ে গিয়েছেন এই শোকে। সালমান খানকে ছাড়া বিগ বস, ভাবতেও পারেন না দর্শকরা। উইকেন্ডে কেবল একবার দর্শন দেন সালমান। আর এর জন্য তিনি কত কোটি টাকা পারিশ্রমিক নেন জানেন?
বলিউড ইন্ডাস্ট্রিতে সালমান খান হলেন সেরা পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বিগ বসের মত রিয়ালিটি শোয়ের সঞ্চালক হয়ে তিনি বলিউড তারকাদের থেকে কিছু কম পারিশ্রমিক পান না। দশ বছর ধরে চলছে বিগ বস। প্রত্যেকটা সিজনে সালমান খানের পারিশ্রমিক বেড়েছে। এখন সেই টাকার অংক বাড়তে বাড়তে আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন ভাইজান।
বিগ বস যখন সবেমাত্র পথ চলা শুরু করেছিল তখন সালমান খানের এপিসোড পিছু পারিশ্রমিক ছিল আড়াই কোটি টাকা। পরপর ৬ টা সিজনে এই একই পারিশ্রমিক বজায় রেখেছিলেন সালমান। সপ্তাহ শেষের এপিসোডে মুখ দেখালেই আড়াই কোটি টাকা করে পারিশ্রমিক পেয়ে যেতেন সালমান। কিন্তু সপ্তম সিজনে এসে নিজের পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়ে নেন তিনি। ওই সিজন থেকে তার পারিশ্রমিক ছিল এপিসোড পিছু পাঁচ কোটি টাকা।
কিন্তু এখানেই থেমে থাকেননি সালমান খান। বিগ বসের এরপর আরও অনেকগুলো সিজন এসেছে। টেলিভিশনের পাশাপাশি ওটিটি মাধ্যমেও এখন দাপিয়ে বেড়াচ্ছে বিগ বস। দেখতে দেখতে ১৪ টা সিজন পার করে ফেলেছে ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় এই রিয়েলিটি শো। সালমান খানের বর্তমান পারিশ্রমিক আগের তুলনায় কয়েক গুণে বেড়েছে।
সম্প্রতি শুরু হয়েছে বিগ বস ওটিটি সিজন ২ (Big Boss OTT Season 2)। অনেক বড় বড় তারকারা রয়েছেন এখানে প্রতিযোগী হিসেবে। সঙ্গে রয়েছেন সালমান খানও। বিগ বসের কেবল একটিমাত্র সিজন সালমানের বদলে পরিচালনা করেছিলেন করণ জোহার। তবে জনপ্রিয়তা কমে যাওয়াতে আবার সালমানকেই ফিরিয়ে আনতে হয় মোটা অংকের পারিশ্রমিক দিয়ে।
আরও পড়ুন : বলিউডের সর্বকালের সেরা ১০ বাঙালি অভিনেত্রী, যারা রাজত্ব করছেন ইন্ডাস্ট্রিতে
বিশিষ্ট সংবাদমাধ্যম সূত্রে খবর, সালমান নাকি এখন প্রত্যেকটা এপিসোডের জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। আবার কোথাও কোথাও দাবি করা হয় তার পারিশ্রমিকের অংকটা নাকি ১১ কোটি টাকা। এই বিষয়ে সালমানকে প্রশ্ন করা হলে তিনি খুব বুদ্ধি করে চ্যানেলের দিকে ঘুরিয়ে দেন উত্তরটা। তবে চ্যানেল কর্তৃপক্ষ কখনও এই বিষয়ে মুখ খোলেনি।
আরও পড়ুন : বিলাসিতায় টাকা ওড়ানো নয়, বলিউড তারকারা কোটি কোটি টাকা কোথায় বিনিয়োগ করেন?